নির্ধারিত সময়ের পরে বা দেরিতে আয়ের বিবরনী দাখিল করলে কি কি সমস্যা বা জরিমানা হতে পারে?

//নির্ধারিত সময়ের পরে বা দেরিতে আয়ের বিবরনী দাখিল করলে কি কি সমস্যা বা জরিমানা হতে পারে?

নির্ধারিত সময়ের পরে বা দেরিতে আয়ের বিবরনী দাখিল করলে কি কি সমস্যা বা জরিমানা হতে পারে?

ব্যক্তি করদাতাকে ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে হয়। কয়েক দিনের মধ্যেই এই সময় সীমা শেষ হতে যাচ্ছে। অনেকেই চেষ্টা করেন এই সময় সীমার মধ্যে রিটার্ন দাখিল করার জন্য। কিন্তু কিছু কিছু সময় তা সম্ভব হয়ে উঠে না। সেক্ষেত্রে তারা সময় বাড়ানোর জন্য নির্ধারিত ফরমে উপযুক্ত কারন উল্লেখ করে উপ কর কমিশনারের কাছে সময়ের আবেদন করতে পারেন।

উপ কর কমিশনার সন্তুষ্ট হলে করদাতার সময় বৃদ্ধির আবেদন মঞ্জুর করতে পারেন। তবে সময় বৃদ্ধি করলেও করদাতাকে সেই অতিরিক্ত সময়ের জন্য বিলম্ব সুদ দিতেই হবে।

সময় বৃদ্ধির ফর্মে কী থাকে ?

সময় বৃদ্ধির আবেদন ফরমে দুইটি অংশ থাকে। একটি অংশ করদাতার জন্য। এবং একই তথ্যের আরেকটি অংশ কর কর্মকর্তার জন্য।

মাত্র দুই পাতার এই আবেদন ফর্মে করদাতার নাম, ঠিকানা, টিন নাম্বার, সার্কেল, কর অঞ্চল, কত দিন সময় বৃদ্ধি করতে চান, সময় বৃদ্ধির কারণ ইত্যাদি তথ্য দিতে হয়।

তার নিচে করদাতার নাম লিখে স্বাক্ষরের স্থান এবং তারিখ লিখে স্বাক্ষর প্রদান করতে হয়।

আর একদম নিচে কত দিন সময় বৃদ্ধি করা হলো তা উল্লেখ করেকর অফিসের অন্তর্ভূক্তি নাম্বার লিখে উপ কর কমিশনারের স্বাক্ষর এবং সীল দিয়ে করদাতাকে একটি অংশ ফেরত দিয়ে আরেকটি অংশ কর অফিস রেখে দেয়।

কতো হারে বিলম্ব সুদ দিতে হয়?

কর দিবস অর্থাৎ ৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে ব্যর্থ হলে করদাতাকে মাসিক ২% বিলম্ব সুদ দিতে হয়। নীট কর দায়ের সাথে নির্ধারিত সুদ যোগ করে রিটার্নের সাথে জমা দিতে হয়।

বিলম্ব সুদ গণনা করা হয় মোট কর দায় থেকে উৎস করসহ অগ্রিম কর বাদ দিয়ে যে নীট কর দায় থাকে তার উপর। এবং কর দিবসের পরের দিন অর্থাৎ ০১ ডিসেম্বর থেকে যে দিন রিটার্ন দাখিল করা হয়েছে সেদিন পর্যন্ত।

কিভাবে বিলম্ব সুদ হিসেব করবেন ?

বিলম্ব সুদ গণনা করা খুবই সহজ। সহজে বুঝার জন্য এখানে আমরা একটা উদাহরণ ব্যবহার করতে পারি।

ধরে নিলাম, ৩০ জুন ২০১৯ সমাপ্ত আয় বছরে মি হাসানের মোট করযোগ্য আয় ছিলো পাঁচ  লাখ টাকা। তিনি ২০১৮-১৯ অর্থ বছরে পাঁচ হাজার টাকা উৎস কর প্রদান করেছেন।

৩০ নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না জেনে মি হাসান রিটার্ন দাখিলের জন্য সময়ের আবেদন করলে উপ কর কমিশনার দুই মাস সময় মঞ্জুর করেন। সে মুতাবেক তিনি ৩১ জানুয়ারি ২০২০ তার আয়কর রিটার্ন দাখিল করেন।

আমরা জেনে গেলাম যাবতীয় তথ্য। এবার চলুন জেনে নেই মি হাসানের বিলম্ব সুদ কতো এবং তিনি ৩১ জানুয়ারি ২০২০ তারিখে রিটার্ন দাখিল করার সময় কর দায় এবং বিলম্ব সুদসহ মোট কতো টাকা সরকারকে দিতে হবে।

ধরে নিলাম, মি হাসানের করমুক্ত সীমা ৩,০০,০০০ টাকা। তাহলে বাকি ২,০০,০০০ টাকার প্রথম এক লক্ষ টাকার উপর ৫% ও পরবর্তী এক লক্ষ টাকার উপর ১০% হিসেবে করের পরিমান হবে ১৫,০০০ টাকা।

তিনি উৎসে কর দিয়েছেন ৫,০০০ টাকা। তাহলে বাকি থাকলো ১০,০০০ টাকা অর্থাৎ এই টাকা জাতীয় রাজস্ব বোর্ড মি হাসানের কাছে নীট কর দায় হিসেবে পাবে। মি হাসানকে এই টাকার উপরই দুই মাসের বিলম্ব সুদ দিতে হবে।

তাহলে দুই মাসে ২% করে মাসিক ভিত্তিতে ২০,০০০ টাকার উপর সুদ হবে ৪০০ (১০,০০০X২%X২) টাকা। এটাই হলো তার মোট বিলম্ব সুদ।

মি হাসান যখন রিটার্ন দাখিল করবেন তখন তার কাছে নীট কর এবং সুদসহ পাওনার পরিমান হবে ১০,৪০০ (১০,০০০+৪০০) টাকা।

এই টাকা তিনি রিটার্ন দাখিলের সময় পে অর্ডার/চালান/ব্যাংক ড্রাফটের মাধ্যমে দিতে পারবেন। এবং এর সাথে আরো দরকারি কাগজপত্র রিটার্নের সাথে জমা দিলেই রিটার্ন দাখিল হয়ে যাবে।

জসীম উদ্দিন রাসেল

By | 2022-04-07T05:03:28+00:00 November 19th, 2018|Tax Filing|26 Comments

About the Author:

26 Comments

  1. Mehedee November 24, 2018 at 4:18 pm - Reply

    কারো যদি গাড়ির জন্য AIT ১৫০০০ টাকা দেয় তাহলে প্রদেও ইনকাম টাক্স হিসেবে গননা করা যাবে? মানে আমার ২৫০০০ টাকার টাক্স এর ১৫০০০ AIT ৫০০০ salary হতে source deductio, তাহলে বাকি দেব ৫০০০টাকা, ঠিক ?

    • bdtaxsupport March 12, 2019 at 6:38 am - Reply

      জি,আপনার হিসাব ঠিক আছে। আপনি ৫০০০ টাকা ট্যাক্স প্রদান করবেন। এবং “আপনার অ্যাডভান্স পেইড ট্যাক্স” ও “ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স ” এর ডকুমেন্টস আপনার রিটার্ন এর সাথে জমা দিতে হবে। ধন্যবাদ

  2. মামুন April 15, 2019 at 11:05 am - Reply

    শুন্য আয়কর রিটান বিলম্বে দিলে কি কোন জরিমানা দিতে হবে। গত বছর আয়কর দাখিল করা হয়েছিল ৩০০০ টাকা।

    • bdtaxsupport April 23, 2019 at 4:45 am - Reply

      জি, আপনার শূন্য রিটার্ন দাখিল বিলম্বে করলে ও আপনাকে জরিমানা দিতে হবে। এই ব্যাপারে বিস্তারিত আমাদের ব্লগটিতে পাবেন, ধন্যবাদ।

      • MD. Anisul Haque July 31, 2019 at 12:44 am - Reply

        আমি অবসরে যাওয়ার পর ইতিমধ্যে দু’বার ন্যূনতম কর হিসেবে ৩০০০ টাকা পরিশোধ করেছি। আগামী বছর ও কি আমাকে নূন্যতম কর পরিশোধ করে রিটার্ন জমা দিতে হবে?

        • bdtaxsupport July 31, 2019 at 6:23 am - Reply

          আপনার যদি কোনো করযোগ্য আয় না থাকে তবে আপনাকে আর কর পরিশোধ করতে হবে না। আপনি শুধু জিরো রিটার্ন দাখিল করবেন।

      • রাহী February 9, 2020 at 11:44 am - Reply

        কোথায়?

        • bdtaxsupport February 26, 2020 at 5:23 am - Reply

          আপনি কি জানতে চাচ্ছেন আমাদের কে বলুন আমরা সাহায্য করার চেষ্টা করবো।

  3. FERDOUS October 28, 2019 at 5:08 pm - Reply

    আমার টিন নারায়নগঞ্জ থেকে খোলা । এখন চাকুরী রংপুরে । অনলাইন ফাইল ট্রান্সফারের আবেদন করেছি । যোগদান ৭ এপ্রিল,২০১৯ । এর আগে ট্যাক্স দেইনি । এবার কি আয়কর রিটার্ন দিতে হবে ? কিভাবে দিবো ?

    • bdtaxsupport November 4, 2019 at 9:21 am - Reply

      আপনি আমাদের সিস্টেম ব্যবহার করে আপনার রিটার্ন প্রস্তুত করে জমা দিতে পারেন। একাউন্ট খুলতে এই লিংকে প্রবেশ করুন https://bdtax.com.bd/index.php/user/registration/individua

  4. bdtaxsupport November 23, 2019 at 4:53 am - Reply

    আপনার বাৎসরিক ইনকাম যদি আড়াইলক্ষ টাকার নিচে হয় এবং আপনার ইটিন থাকে আপনাকে শূন্য রিটার্ন দাখিল করতে হবে। পর পর ৩ বার দাখিল এর পর আপনার যদি মনে হয় যে আপনার করযোগ্য ইনকাম আর হবে না সেক্ষেত্রে আপনি শূন্য রিটার্ন জমা বন্ধ করে দিতে পারেন।

    • Md.Shuzon Ali March 17, 2021 at 8:31 pm - Reply

      আমি গত ১৬/০২/২০২০ তারিখে একটি বেসরকারি প্রতিষ্ঠান জব শুরু করি কিন্তু আমার বছরে আয় বেতন১৯২০০০ টাকা, আমি কর দিতে পারি নাই আমার বেতন বন্ধ করতেছে আমাদের কোম্পানি। এখন আমি কি ভাবে কর রিটার্ন দিব।জরিমানা কত দিতে হবে একটু বলেন দয়া করে। T en certificate

      • bdtaxsupport March 18, 2021 at 4:33 am - Reply

        ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জরিমানার ব্যাপারটি ডিসিটি মহাদয়ের উপর নির্ভর করে। আপনি অপার ই-টিন এ উল্লেখিত সার্কেল অফিসে জোগাজোগ করতে পারেন। ধন্যবাদ।

  5. bdtaxsupport December 4, 2019 at 5:19 am - Reply

    জিনা আপনাকে আবেদন করে তারপর রিটার্ন জমা দিতে হবে। ময় বৃদ্ধির আবেদন অনলাইনে করার কোনো অপসন নেই। আপনি আপনার সার্কলে অফিসে যোগাযোগ করুন।

  6. Rafi December 10, 2019 at 6:54 am - Reply

    আমার কর শূন্য আসে। নির্ধারিত সময়ে দাখিল করতে পারিনি। সময় বৃদ্ধির আবেদনও করিনি। এখন কি করণীয়?

    • bdtaxsupport January 2, 2020 at 3:59 am - Reply

      আপনি আপনার সার্কেল অফিসে যোগাযোগ করুন। ধন্যবাদ

  7. হাসাম March 10, 2020 at 2:54 pm - Reply

    আমার ডিসেম্বর ১৭ এ e tin নেয়া ছিল কিন্তু এখনও মার্চ ২০২০ রিটার্ন দেওয়া হয় নাই। আমার কর যোগ্য আয় নাই শুধু ব্যাংকে ১০ লাখ টাকা আছে উত্তরাধিকার সূত্রে পাওয়া, এখন কি রিটার্ন দেয়া যাবে নাকি অনেক বিপদে পরব?

    • bdtaxsupport March 11, 2020 at 5:16 am - Reply

      আপনার ব্যাঙ্ক এ যে ১০ লক্ষ টাকা আছে সেখান থেকে আপনার যদি কোনো ইনকাম হয় এবং তা যদি ২৫০০০০ লক্ষ টাকা অতিক্রম করে তাহলে আপনাকে কর দিতে হবে। এছাড়া ১০ লক্ষ টাকা থেকে সুদ বাবদ ২৫০০০০ টাকার নিচে ইনকাম হলে আপনি “শূন্য রিটার্ন” জমা দিবেন। ধন্যবাদ।

  8. Durbasha Durbar Durba May 3, 2020 at 6:48 am - Reply

    আপদের পরামর্শ মানুষের অনেক কাজেআসে । সুন্দর ব্লগটির সাফল‌্য কামনা করছি ।

    • bdtaxsupport May 5, 2020 at 2:45 pm - Reply

      আপনার মূলাবান মতামতের জন্য ধন্যবাদ। আপনি আমাদের ফেইসবুক পেজ আপনার মূল্যবান মতামত প্রদান করুন https://www.facebook.com/bdtaxonline/

  9. Md Kamrul Hasan May 15, 2020 at 11:23 am - Reply

    আমি একটি বেসরকারি প্রতিষ্ঠানে গত ২০১৯ সালের ৬ই এপ্রিল থেকে ২০ই অক্টোবর পর্যন্ত কাজ করেছি, কিন্তু কোনো আয়কর রিটার্ন জমা দেই নি। এখন মে ২০২০ সালে আমি আমার বিগত আয়ের জন্য রিটার্ন জমা দিতে চাই।

    ১. যেহেতু ২০১৮-২০১৯ অর্থ বছরের হিসাব জুন মাস পর্যন্ত হয়, সেহেতু কি আমি তাহলে জুন মাস পর্যন্ত আয় টুকুই দেখাবো? নাকি পুরো অক্টোবর পর্যন্ত দেখাতে হবে?
    ২. এই দেরিতে আয়কর রিটার্ন কি অনলাইনে সাবমিট করা যাবে? নাকি সার্কেল অফিসে গিয়ে করতে হবে?
    ৩. আমার ইনকাম ২৫০০০০ টাকার কম ছিল, সেক্ষেত্রে আমার কি জরিমানা দিতে হবে? হলে, কত?
    উত্তর দিয়ে সাহায্য করবেন আশাকরি।

    • bdtaxsupport May 16, 2020 at 5:40 pm - Reply

      প্রশ্ন করার জন্য ধন্যবাদ। মূলত আপনার ২০১৯ সালের আয় বছর হিসেবে হবে ২০১৮, জুলাই থেকে ২০১৯ এর জুন পর্যন্ত। যেহেতো আপনি এপ্রিল মাসে কাজে যোগদান করেছেন আপনার হিসেবে হবে যোগদানের সময় থেকে জুন ৩০ পর্যন্ত। আপনার যেহেতু করযোগ্য ইনকাম ছিল না তাই সমস্যা হবে না। আপনি এইবছর রিটার্ন জমা দিয়ে দিবেন। আর আমাদের সফটওয়্যার ব্যবহার করে রিটার্ন প্রস্তুত করুন খুব সহজে। একাউন্ট খুলতে এই লিংকে প্রবেশ করুন https://bdtax.com.bd/index.php/user/registration/individua

  10. bdtaxsupport July 14, 2020 at 5:44 am - Reply

    Dear Mr. Azad,
    If you have E-tin you must have to submit return according to NBR rules. As you dont have any income you will submit zero return for that. You have to submit the 2020-2021 tax assessment as zero return and then you can get your tax certificate.
    Thanks.

    • bdtaxsupport September 10, 2020 at 10:31 am - Reply

      আপনাকে শূন্য রিটার্ন দাখিল করতে হবে। যেহেতু আপনি অবসরে তাই আপনার করযোগ্য ইনকাম না থাকেল আপনাকে ট্যাক্স দিতে হবে না। তবে শূন্য রিটার্ন জমা দিতে হবে। আমাদের মাধ্যমে আপনার শূন্য রিটার্ন প্রস্তুত করুন মাত্র ৪০০ টাকাতে। রেজিস্ট্রেশন করতে ভিসিট করুন
      https://bdtax.com.bd/index.php/user/registration/individual

  11. Sabbir Islam October 4, 2021 at 3:52 pm - Reply

    23.12.2019 ei ami etin kore chilam. Forien Remitance ase chilo 20,000 taka er moto.

    Ami 0 return joma deini. 2020-2021 e kono income nei.

    Sei khatre ki amake dui year er 0 return joma dite hobe.

    2019-20
    2020-21

    Naki porer bochor er ta dilei hobe?

    • bdtaxsupport October 7, 2021 at 4:34 am - Reply

      জি আপনাকে ২ বছরের রিটার্ন জমা দিতে হবে।

Leave A Comment

*

Shares
error: Content is protected !!