আয়কর রেয়াত পেতে কোন কোন খাতে কতো বিনিয়োগ সুবিধা পাবেন?

/, Tax Filing, Tax Rebate, Tax return/আয়কর রেয়াত পেতে কোন কোন খাতে কতো বিনিয়োগ সুবিধা পাবেন?

আয়কর রেয়াত পেতে কোন কোন খাতে কতো বিনিয়োগ সুবিধা পাবেন?

আয়কর রেয়াত পেতে কোথায় বিনিয়োগ বা অনুদান দিতে হবে তা আগের একটি লেখা থেকে জেনেছিলেন। সেই লেখাটিতে আমরা আপনাদের ব্যাপক সাড়া পেয়েছি এবং এখনো পেয়ে যাচ্ছি।

লেখাটি পড়ে অনেকেই এই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন। কোন খাতে সর্বোচ্চ কতো বিনিয়োগ করা যাবে এই বিষয়ে সবচেয়ে বেশি জানতে চেয়েছেন। আমাদের আজকের বিষয় মূলত এই বিষয়টিকে নিয়েই। অর্থাৎ আপনি এই লেখাটি পড়ে জানতে পারবেন কোন খাতে কতো বিনিয়োগ করতে পারবেন।

কোথায় বিনিয়োগ করবেন বা অনুদান দিবেন তা জানতে চাইলে আগের লেখাটি পড়ে নিতে পারেন তাহলে এই লেখাটি বুঝতে সুবিধা হবে।

আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর ষষ্ঠ সিডিউল পার্ট-বি, ধারা ৪৪ (২) (বি) অনুযায়ী একজন ব্যাক্তি করদাতা কোথায় কতো বিনিয়োগ করলে তার উপর আয়কর রেয়াত পাবেন তা উল্লেখ রয়েছে।

তাহলে চলুন একে একে জেনে নেই কোন খাতে কতো বিনিয়োগ করতে পারবেন।

শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার

আমরা অনেকেই শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ড বা ডিবেঞ্চারে বিনিয়োগ করে থাকি। এটা হতে পারে স্বল্প মেয়াদী বা দীর্ঘ মেয়াদী। কেউ কেউ স্বল্প মেয়াদে ক্রয়-বিক্রয় করে সেখান থেকে কিছু মুনাফা পেয়ে থাকেন। আবার অনেকে স্বল্প মেয়াদের কথা চিন্তা না করে দীর্ঘ মেয়াদে মূলধনী লাভের আশায় বিনিয়োগ করে থাকেন।

আপনি যে চিন্তা করেই এই খাতে বিনিয়োগ করেন না কেন আপনি এই খাতে আপনার বিনিয়োগকৃত টাকার উপর আয়কর রেয়াত দাবি করতে পারবেন। তবে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে উক্ত শেয়ার, মিউচ্যুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার পুঁজিবাজারে নিবন্ধিত হতে হবে। কেবল তখই আপনি তার উপর আয়কর রেয়াত দাবি করতে পারবেন।

এই খাতে আপনি যতো খুশি ততো বিনিয়োগ করতে পারেন। কোন সীমা নেই। সম্পূর্ণ বিনিয়োগকৃত টাকাই আপনি বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন।

ট্রেজারি বন্ড

আমরা অনেকেই ট্রেজারি বন্ডের কথা শুনেছি। শেয়ার মার্কেটে বিনিয়োগ করে যারা ঝুকি নিতে আগ্রহি নন তারা এই খাতে বিনিয়োগ করতে পছন্দ করেন। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্ধারিত হারে সুদ পাওয়া যায়। এতে কোন ঝুঁকি নেই।

তবে আপনাকে খেয়াল রাখতে হবে বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত ট্রেজারি বন্ড-ই কেবল আপনি বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন যার উপর আয়কর রেয়াত পাবেন।

এই ক্ষেত্রেও বিনিয়োগের কোন সীমা নেই। আপনি চাইলে যেকোন পরিমান টাকা বিনিয়োগ করতে পারেন।

ডিপিএস

ডিপিএস আমাদের দেশে খুবই জনপ্রিয় বিশেষত চাকরীজীবীদের কাছে। মাস শেষে খরচের পর যা থাকে তা প্রতি মাসে আস্তে আস্তে জমিয়ে একটা সময় পরে বেশ ভালো একটা অংক পাওয়া যায়। এতে করে ভবিষতে ভালো একটা কাজ করা যায়।

বছর শেষে আপনি যখন আয়কর বিবরণী দিবেন তখন আপনার আয়কর থেকে যখন রেয়াত বাদ দিবেন তখন এই ডিপিএসে জমা রাখা টাকা বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন।

তবে এক্ষেত্রে আপনার ডিপিএস কোন সিডিউল ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে হতে হবে।

এই খাতে বছরে কতো বিনিয়োগ করতে পারবেন তার একটা সীমা রয়েছে। আপনি মাসিক পাঁচ হাজার টাকা বা বাৎসরিক ৬০,০০০ টাকা পর্যন্ত ডিপিএস হিসেবে দেখাতে পারবেন। এর বেশি যদি আপনি ডিপিএস করেন তাতে সমস্যা নেই কিন্তু আপনি তা আয়কর রেয়াতের জন্য দেখাতে পারবেন না।

জীবন বীমা

জীবন বীমা মানুষের ভবিষ্যতের নিশ্চয়তা দেয়। মানুষের জীবন সব সময়ই অনিশ্চিত। কখন কি হয়ে যায় তা কেউ নিশ্চিত করে বলতে পারেন না। হঠাৎ পরিবারে কর্মক্ষম ব্যাক্তি বড় ধরনের বিপদে পড়লে পরিবারে নেমে আসে আর্থিক অনটন। এর হাত থেকে রক্ষা পেতে সহায়তা করে জীবন বীমা। তাই অনেকেই পরিবারের নিশ্চয়তার কথা ভেবে জীবন বীমা করে থাকেন।

বছরে কতো টাকা জীবন বীমা প্রিমিয়াম হিসেবে দেখাতে পারবেন তার একটা সীমা রয়েছে। এক্ষেত্রে আপনি বাৎসরিক মোট বীমাকৃত অংকের সর্বোচ্চ ১০% বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন। ধরুন, আপনার জীবন বীমার মূল পলিসি দশ লাখ টাকা। এর ১০% হলো এক লাখ টাকা। আপনি কোন বছর প্রিমিয়াম হিসেবে এই এক লাখ টাকার বেশি বিনিয়োগ হিসেবে দেখাতে পারবেন না।

সেভিংস সার্টিফিকেট

ট্রেজারি বন্ডের মতো সেভিংস সার্টিফিকেটও নিরাপদ। একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নির্ধারিত হারে সুদ পাওয়া যায়। তাই অনেকেই এই খাতে বিনিয়োগ করতে পছন্দ করে থাকেন।

তবে আপনি বিনিয়োগের আগে অবশ্যই জেনে নিবেন উক্ত সেভিংস সার্টিফিকেট রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত কিনা। তা না হলে আপনি যতোই বিনিয়োগ করেন না কেন তার উপর আয়কর রেয়াত দাবি করতে পারবেন না। এই খাতে আপনি যতো খুশি ততো বিনিয়োগ করতে পারেন। তাতে কোন ধরা বাধা নিয়ম নেই। তবে এক নামে ত্রিশ লাখ টাকার বেশি কেনা যায় না।

প্রভিডেন্ট ফান্ড

যারা চাকরি করেন তারা কোম্পানির কাছ থেকে প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ড হিসেবে একটা নির্দিষ্ট টাকা পেয়ে থাকেন। এবং সেই ফান্ডে প্রতি মাসে নিজেও কিছু কন্ট্রিবিউট করে থাকেন।

এই দুইটা টাকাই বিনিয়োগ হিসেবে দেখানো যায়। তবে এক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে আপনার কোম্পানি যে প্রভিডেণ্ট ফান্ড গঠন করেছে তা অবশ্যই জাতীয় রাজস্ব বোর্ড স্বীকৃতহতে হবে তাহলেই কেবল আপনি তার উপর আয়কর রেয়াত পাবেন।

উপরে আমরা জানলাম কোথায় কতো টাকা বিনিয়োগ করলে তার উপর আয়কর রেয়াত দাবি করতে পারবেন। এর বাইরে অনুদান দিয়েও আপনি আয়কর রেয়াত দাবি করতে পারেন। কিন্তু অনুদানের কোন সীমারেখা নেই। আপনি আপনার ইচ্ছে মতো যেকোন পরিমান টাকা অনুদান হিসেবে দিতে পারেন।

তবে এক্ষেত্রে আপনাকে শুধু মনে রাখতে হবে অবশ্যই যেখানে অনুদান দিচ্ছেন তা যেন জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক স্বীকৃত বা অনুমোদিত হয় কেবল তাহলেই আপনি তার উপর আয়কর রেয়াত দাবি করতে পারবেন।

এর আগে আয়কর রেয়াত পেতে কোথায় বিনিয়োগ করবেন তা জেনেছেন। আজ জানলেন কোন খাতে কতো বিনিয়োগ করতে পারবেন। এখন বাকি থাকলো কিভাবে আয়কর রেয়াত হিসেব করবেন  আশা করছি আগামী কোন এক লেখায় তা জানতে পারবেন। এর বাইরেও আয়কর সম্পর্কিত দরকারি সব বিষয় জানতে bdtax.com.bd ব্লগের সাথেই থাকুন।

Jasim Uddin Rasel

By | 2022-05-16T05:56:59+00:00 August 23rd, 2017|Income Tax, Tax Filing, Tax Rebate, Tax return|50 Comments

About the Author:

50 Comments

  1. Lotfur August 24, 2017 at 4:28 am - Reply

    কম্পিউটার বা ল্যাপটপ কি প্রতি বছর ক্রয় করে বিনিয়োগ রেয়াত দাবী করা যাবে, পরিস্কার বলবেন কি ?

  2. Jasim Uddin Rasel September 17, 2017 at 5:51 am - Reply

    একটা কম্পিউটার বা ল্যাপটপ যে পরিমান টাকা দিয়ে ক্রয় করেছেন তা কেবলমাত্র একবারই দেখাতে পারবেন।

  3. শাফিক November 20, 2017 at 5:23 am - Reply

    আমি পুরবে ডেস্কটপ ক্রয় দেখিয়েছি,এবার সন্তানের জন্য ল্যাপটপ কিনলে কি দেখান যাবে

    • bdtaxblog September 11, 2018 at 6:34 am - Reply

      না পাড়বেন না। ডেস্কটপ/ল্যাপটপ শুধুমাত্র একবার এ দেখাতে পাড়বেন। ধন্যবাদ।

  4. bdtaxblog July 3, 2018 at 8:29 am - Reply

    একটা কম্পিউটার বা ল্যাপটপ যে পরিমান টাকা দিয়ে ক্রয় করেছেন তা কেবলমাত্র একবারই দেখাতে পারবেন।

  5. helal August 31, 2018 at 2:44 am - Reply

    খুবই দরকারি পোষ্ট

    • bdtaxblog September 11, 2018 at 6:27 am - Reply

      ধন্যবাদ।

  6. md. faizul hasan September 5, 2018 at 2:46 pm - Reply

    Is there any rebate for sanchoypotro

    • bdtaxblog September 11, 2018 at 6:26 am - Reply

      জী! পাওয়া যাবে। কোন কোন খাতে investment করলে রেয়াত পাওয়া যাবে তা আমাদের সিস্টেমে পাবেন। http://prntscr.com/kszcil ধন্যবাদ.

    • bdtaxsupport September 20, 2018 at 6:50 am - Reply

      Yes. Please insert the value in our system it will be calculated automatically in your return. Thanks

  7. Mostofa October 5, 2018 at 9:41 am - Reply

    আয়কর সম্পর্কে পুরোপুরি যানা যায় এমন কোনো বই পাওয়া গেলে দয়াকরে তার নাম টা যানাবেন। ধন্যবাদ।

    • bdtaxblog November 4, 2018 at 4:32 am - Reply

      আপনি এনবিআর প্রকাশিত পরিপত্র পড়তে পারেন। এছারাও আমাদের সিস্টেমে আপনি সহজেই আয়কর রিটার্ন প্রস্তুত করতে পারবেন। সিস্টেমে সবকিছু এত সহজভাবে দেওয়া আছে যে আপনার আয়কর সম্পর্কে কোন ধারনা না থাকলেও আপনি আপনার রিটার্ন প্রস্তুত করতে পারবেন সিস্টেমে আকাউন্ট করতে এই লিংকে যান- https://www.bdtax.com.bd/index.php/user/registration/registerIndividual

  8. Mostofa October 5, 2018 at 9:48 am - Reply

    আমার কর আমি নিজে নিজেই দিতে চাই
    কিভাবে কি করবো দয়াকরে জানাবেন।

    • bdtaxblog November 4, 2018 at 4:33 am - Reply

      BDTax.com.bd স্ব-নির্দেশিত সফটওয়্যার এবং এটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে প্রতিটি পদক্ষেপ দেখিয়ে দেবে।

      প্রথমে এই লিঙ্কটি দিয়ে যান এবং BDTax এ আপনার Account খুলুন।
      https://bdtax.com.bd/index.php/user/registration/individual
      একাউন্ট খোলার পর একট এক্টিভেসন লিংক আপনার ইমেইল এ পাঠানো হবে । সেখানে গিয়ে আপনার একাউন্টটি আক্টিভেট করুন।

      ব্যাবহারের সুবিধার জন্য আপনি আমদের এই “How To” ভিডিওটি দেখতে পারেন।
      https://www.bdtax.com.bd/index.php/site/page?view=howtouse

  9. giasuddin October 11, 2018 at 5:09 am - Reply

    if i have house loan from DBH can i get rebet on it?

    • bdtaxsupport November 4, 2018 at 4:39 am - Reply

      আপনি সিস্টেমে একাঊণ্ট করুণ। সিস্টেমে সব দেওয়া আছে কোনটি ট্যাক্স যোগ্য কোনটি নয় আর কোনটি থেকে কর রেয়াত পাবেন। BDTax.com.bd স্ব-নির্দেশিত সফটওয়্যার এবং এটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে প্রতিটি পদক্ষেপ দেখিয়ে দেবে।

      প্রথমে এই লিঙ্কটি দিয়ে যান এবং BDTax এ আপনার Account খুলুন।
      https://bdtax.com.bd/index.php/user/registration/individual

  10. saifur October 13, 2018 at 12:28 am - Reply

    স্ত্রীর নামে ডিপিএস থাকলে কর রেয়াত পাওয়া যাবে কি? স্ত্রীর কোন আয় নেই, স্বামীর উপর নির্ভরশীল।তার নামে কোন টিআইএন নেই।

    • bdtaxsupport November 4, 2018 at 4:40 am - Reply

      স্ত্রীর নামে ডিপিএস থাকলে আপনি পাবেন না। ডিপিএস আপনার নামে থাকতে হবে। ধন্যবাদ।

  11. Leemon November 9, 2018 at 4:10 pm - Reply

    ডিপিএস; এফ ডি আর ব্যাংক এ করা আছে। এক অর্থ বছরে উক্ত ডিপিএস ; এফ ডি আর হতে মুনাফা এসেছে ( ধরা যাক মোট মুনাফা এসেছে ৭০০০/-)। কিন্তু ব্যাংক ১০% হারে উৎসে কর কর্তন করেছে অর্থাৎ ৭০০/-. এই সাতশত টাকা রিটার্ন দাখিলে রেয়াত পাওয়া যাবে কি? যদি রেয়াত পাওয়া যায় তবে উহা রিটার্ন দাখিলের ফর্ম এ কিভাবে ও কোথায় উল্লেখ করতে হবে? ব্যাংক হতে মুনাফা ও উৎসে কর কর্তন সার্টিফিকেট প্রদান করতে হবে কি?

    • bdtaxsupport November 12, 2018 at 9:25 am - Reply

      আপনি সিস্টেমে আপনার রিটার্ন করুন। সিস্টেমে সব ফর্মুলা দেওয়া আছে। আপনি তথ্য দিলেই তা পরিপত্র অনুযায়ী হিসাব করে নেবে এবং আপনার রিটার্নে দেখাবে। আর যে সকল কাগজ আপনাকে রিটার্নের সাথে দেখাতে হবে তা এখানে চেক করুন- https://blog.bdtax.com.bd/necessary-tax-documents/

  12. Rajib Nath November 15, 2018 at 1:02 pm - Reply

    আয়কর রেয়াত কিভাবে হিসাব করব? মোট আয়ের ২০% এর বেশি কর রেয়াত পাওয়া যাবে না – এটা কি ঠিক?

    • bdtaxsupport November 19, 2018 at 7:42 am - Reply

      আপনি BDTAX.COM.BD এ আপনার একাঊণ্ট করুণ, সিস্টেমে সব ফর্মুলা দেওয়া আছে। আপনি তথ্য দিলেই সিস্টেম সব হিসাব করে জানিয়ে দেবে। ধন্যবাদ।

  13. omar November 25, 2018 at 1:56 pm - Reply

    I bought a laptop in 2015. Shall i show it now for rebate

    • bdtaxsupport March 12, 2019 at 6:33 am - Reply

      No you cant show it for this year rebate. Thank you

  14. মামুন February 26, 2019 at 2:46 pm - Reply

    পোষ্ট অফিসে সঞ্চয় পত্র যদি ৪লক্ষ টাকা থাকে তবে পুরো টাকার উপর ই কি ১৫ টাকা হারে কর রেয়াত পাওয়া যাবে ?

    • bdtaxsupport March 12, 2019 at 6:12 am - Reply

      আপনার করযোগ্য আয়ের ২৫% অথবা আপনার বিনিয়োগের মধ্যে যেটি কম তার উপর ১৫% রেয়াত পাবেন।

  15. মামুন May 31, 2019 at 2:58 pm - Reply

    পোষ্ট অফিসে ৩ বছরের জন্য একবার সঞ্চয় পত্র কিনলে ঐ সঞ্চয় পত্রের উপর প্রতি বছর আয়কর রেয়াত পাওয়া যাবে

  16. হুসাইন June 23, 2019 at 5:53 am - Reply

    গত বছর ল্যাপটপ ক্রয় বিনিয়োগ হিসেবে দেখিয়েছিলাম এবছর কি অামি ডেস্কটপ দেখাতে পারবো?

    • bdtaxsupport June 25, 2019 at 4:28 am - Reply

      এই বছর ল্যাপটপ অথবা ডেক্সটপ কিনলে যে কর রেয়াত এর ব্যবস্থা ছিল এই নিয়ম টি বাতিল হতে পারে। তাই এই মুহূর্তে আপনাকে আমরা তথ্যটি দিতে পারছিনা বলে আমরা অত্যন্ত দুঃখহীত। আপনি আপনার ব্যক্তিগত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অনলাইন এ প্রস্তুত করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। রেজিস্ট্রেশন করতে প্রবেশ করুন এই লিংক এ https://bdtax.com.bd/index.php/user/registration/registerIndividual

  17. লুৎফর রহমান June 27, 2019 at 6:57 am - Reply

    প্রাইজবন্ডে কি কর রেয়াত পাওয়া যায়

  18. মোহাম্মদ শহিদুল আলম July 1, 2019 at 1:05 am - Reply

    2018-2019 সালে যারা কম্পিউটার কিনে ছিল তারা এবার কর রেয়াত দেখাতে পারবে কিনা,
    শহিদ, ঢাকা।

    • bdtaxsupport July 1, 2019 at 5:37 am - Reply

      জিনা, আপনি শুধু মাত্র ২০১৮-২০১৯ অর্থবছরের কেনা কম্পিউটার ওই বছরেই দেখতে পারবেন, এবং ২০১৯-২০২০ অর্থবছর থেকে কম্পিউটার ও ল্যাপটপ এর কর রেয়াত এর সুবিধা বাতিল করার জন্য প্রস্তাব করা হয়েছে। আপডেট পেতে আমাদের ফেইসবুক পেজ এ যুক্ত থাকুন https://www.facebook.com/bdtaxonline/

  19. Md. Abdullah Faruque August 5, 2019 at 1:22 am - Reply

    I have shown 5 lac investment in share market in tax year 17-18.
    Can I show this investment in tax year 18-19( I have done sale & buy above amount in this tax year)

    • bdtaxsupport August 5, 2019 at 5:21 am - Reply

      You will only get rebate on purchase of shares in 2018-2019.

  20. Shefaet August 11, 2019 at 10:42 am - Reply

    ফাইন্যান্স এক্ট ২০১৯ অনুযায়ী কম্পিউটার ক্রয়ের উপর আর কোন রেয়াত পাওয়া যাবে না।

    • bdtaxsupport August 13, 2019 at 6:44 am - Reply

      জি, নতুন পরিপত্র- করবর্ষ ২০১৯-২০২০ এ কম্পিউটার ও ল্যাপটপ এর উপর কর রেয়াত বাতিল করা হয়েছে।

  21. কনক November 9, 2019 at 5:59 am - Reply

    আমার পোস্ট অফিসে ৩ লাখ তাকার একটি সঞ্চয় পত্র আছে। যেটা ১২/০৯/২০১৮ টে খুলেছি, আমি কি বেনিফিট পাব?

    • bdtaxsupport November 23, 2019 at 5:10 am - Reply

      সঞ্চয় পত্রের জন্য আপনি কর রেয়াত এর জন্য দেখতে পারতেন।কিন্তু আপনি যে বছর ক্রয় করেছেন সে বছর ই শুধু দেখাতে পারবেন।

  22. Shafiul Bashar November 14, 2019 at 3:10 pm - Reply

    আমি ১,৫০,০০০/- টাকা পুঁজি বাজারে বিনিয়োগ করেছি। অর্থাৎ স্টক মার্কেটে শেয়ার কিনেছি তবে আমি এই টাকার ‍উপর আমি কত টাকা আয়রক রেয়াত পেতে পারি?

    • bdtaxsupport November 23, 2019 at 4:49 am - Reply

      আপনি আমাদের সিস্টেমে রেজিস্ট্রেশন করে নিজেই দেখে নিতে পারেন।
      একাউন্ট খুলতে এই লিংকে প্রবেশ করুন https://bdtax.com.bd/index.php/user/registration/individua

  23. লতা November 24, 2019 at 6:36 am - Reply

    আমার বোন গৃহিনী। স্বামী মারা যাওয়ার পর। ভাইযার ব্যবসায় সব টাকা আমার বোনের নামে পোস্ট অফিসে সঞ্চয়পত্র কেনা হয়েছে। এই সঞ্চয় পত্রের টাকা দিয়ে তাদের ৩ছেলে মেয়ে খরচ চলে। আমার বোন কিভাবে আয়কর কি হবে?

    • bdtaxsupport December 4, 2019 at 5:21 am - Reply

      আপনার বোন কে শূন্য রিটার্ন জমা দিতে হবে। কোনো কর দিতে হবে না।

  24. Mahafuz November 24, 2019 at 4:36 pm - Reply

    ১. প্রতি বছর নতুন সঞ্চয়পত্র ক্রয় বিনিয়োগ হিসেবে কর রেয়াত পাওয়া যাবে কি না?

    ২. রিটার্ন দাখিলে ৩ বছর মেয়াদি সঞ্চয়পত্রে কর রেয়াত পাওয়ার পর যদি সঞ্চয়পত্রটি ২ বছর পর ভেঙে ফেলা হয় সেক্ষেত্রে কর রেয়াতের টাকা ফেরত দিতে হবে কিনা?

    • bdtaxsupport December 4, 2019 at 5:18 am - Reply

      আপনার প্রথম প্রশ্নের উত্তর : জি, প্রতি বছর নতুন সঞ্চয়পত্র ক্রয় বিনিয়োগ হিসেবে কর রেয়াত পাওয়া যাবে
      আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর: জিনা রেয়াতের টাকা আপনাকে ফেরত দিতে হবে না।

  25. bdtaxsupport January 2, 2020 at 3:56 am - Reply

    আপনি আমাদের সিস্টেমে রেজিস্ট্রেশন করে দেখে নিতে পারেন। রেজিস্ট্রেশন এবং কত টাকা কর আসে তা আপনি বিনামূল্যে দেখতে পারবেন।
    BDTax.com.bd স্ব-নির্দেশিত এবং স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার যা কিনা প্রতিটি পদক্ষেপগুলো দেখিয়ে দেবে। আপনার কোনো ট্যাক্স ক্যালকুলেশন করা লাগবেনা অথবা ট্যাক্স সম্পর্কে কিছু জানা লাগবেনা।

    ১.একাউন্ট খুলতে প্রবেশ করুন https://bdtax.com.bd/index.php/user/registration/individua

    একাউন্ট একটিভ করতে আপনার ইমেইল এর ইনবক্স/স্প্যাম ফোল্ডার এ পাঠানো লিংকে ক্লিক করুন।

    ২. ব্যবহারের সুবিধার জন্য আপনি আমদের এই “How to” ভিডিওটি দেখতে পারেন। https://www.bdtax.com.bd/index.php/site/page?view=howtouse

  26. Partho Kumar Chandra June 3, 2020 at 2:42 am - Reply

    বেতন যদি বছরে ৩,৫০, ০০০/- আবার একই বছর পূর্ববের জমানো টাকা থেকে সঞ্চয় পত্র ক্রয় ৩,০০,০০০/- টাকা, তাহলে এটা কিভাবে দেখানো হবে। আয় থেকে যদি বিনিয়োগের পরিমান বেশি হয় তাহলে কিভাবে রিটার্ন দাখিল করা যায়।।
    আর পূর্বের ডিপিএস কিভাবে দেখানো যায়।

    • bdtaxsupport June 14, 2020 at 10:41 am - Reply

      আপনি আমাদের সিস্টেমে রেজিস্ট্রেশন করে দেখে নিতে পারেন। আমাদের সিস্টেমে সব দেয়া আছে। রেজিস্ট্রেশন করতে ভিসিট করুন https://bdtax.com.bd/index.php/user/registration/individua

  27. Moneygelt September 24, 2020 at 12:07 pm - Reply

    খুব গুরুত্বপূর্ণ তথ্য।

    • bdtaxsupport September 26, 2020 at 7:35 am - Reply

      আপনাকে ধন্যবাদ।

Leave A Comment

*


Notice: Undefined offset: 0 in /var/www/blog-bdtax/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924
Shares
error: Content is protected !!