আয়কর রিটার্ন দাখিলের প্রস্তুতি নির্দেশিকা

/, Tax Filing, Tax Rebate, Tax return/আয়কর রিটার্ন দাখিলের প্রস্তুতি নির্দেশিকা

আয়কর রিটার্ন দাখিলের প্রস্তুতি নির্দেশিকা

আপনি নিশ্চয় অবগত আছেন যে, প্রতি বছর ১লা জুলাই থেকে নতুন কর বর্ষের আয়কর রিটার্ন জমা দেয়া শুরু হয়। অর্থাৎ বিগত ১লা জুলাই থেকে ৩০ শে জুন পর্যন্ত আপনার যা আয় হয়েছে তার ওপর ভিত্তি করেই রিটার্ন জমা দিতে হবে।

সেই সাথে মনে রাখতে হবে, রিটার্নে উল্লিখিত খাতগুলির আয়-ব্যয়, বিনিয়োগের প্রমাণ করতে আপনাকে আনুষঙ্গিক কাগজপত্র রিটার্নের সঙ্গে জমা দিতে হবে। আয়কর রিটার্ন প্রস্তুতের জন্য যে সমস্ত কাগজপত্র সংগ্রহ করা প্রয়োজন তার একটি সংক্ষেপিত তালিকা নিম্নে দেয়া হল:

বেতন বিবরণী এবং ব্যাংক বিবরণী
চাকরিজীবী করদাতাকে তার কোম্পানি থেকে বেতন বিবরণী সংগ্রহ করতে হবে। সারাবছর ধরে মূল বেতন, বাড়িভাড়া ভাতা, যাতায়াত ভাতা, চিকিৎসা ভাতা, বোনাসসহ মোট কত টাকা পেয়েছেন এবং তার ওপর কত টাকা উৎসে কর কর্তন হয়েছে এই তথ্য উল্লেখ করে বেতন বিবরণী নিতে হবে। জুন মাস শেষ হওয়ার পর আপনি হিসাব বিভাগ বা মানবসম্পদ বিভাগ, যেখান থেকে বেতন বিবরণী দেয়া হয়ে থাকে, সেখানে যোগাযোগ করে আপনার বেতন বিবরণী সংগ্রহ করতে পারেন। এর সঙ্গে লাগবে আপনার যে ব্যাংক হিসাবে প্রতিমাসে কোম্পানি থেকে বেতন ট্রান্সফার হয় তার জুলাই থেকে জুন পর্যন্ত ১২ মাসের ব্যাংক বিবরণী।

বাড়ি ভাড়ার চুক্তি নামা, ভাড়ার রসিদ এবং ব্যাংক বিবরণী
বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত আয়ের ক্ষেত্রে ভাড়াটিয়ার সাথে যে চুক্তিনামা (যদি থাকে) সম্পাদন হয়েছে তার ফটোকপি রিটার্নের সাথে জমা দিতে হবে। তাছাড়া প্রতিমাসে ভাড়া নেয়ার সময় ভাড়াটিয়াকে যে রসিদ দেয়া হয় তার কপিও রিটার্নের সাথে জমা দিতে হবে। বাড়ি ভাড়া মাসে পঁচিশ হাজার টাকার সমান বা এর বেশি হলে যাবতীয় বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত আয় আলাদা ব্যাংক অ্যাকাউন্টে জমা করতে হবে। তাই সারাবছর ধরে অর্থাৎ জুলাই থেকে জুন পর্যন্ত ১২ মাসের ব্যাংক বিবরণী রিটার্নের সাথে জমা দিতে হবে।

বাড়ি তৈরি/ফ্ল্যাট কেনার ক্ষেত্রে ব্যাংক ঋণের বিবরণী
বাড়ি তৈরি করার সময় বা ফ্ল্যাট কেনার সময় যদি ঋণ নিয়ে থাকেন তাহলে সেই ব্যাংক ঋণের বিবরণী ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে ও রিটার্নের সাথে জমা দিতে হবে। ঋণের কিস্তি পরিশোধ করার সময় সঙ্গে সুদও পরিশোধ করতে হয়। সেই সুদ বাড়িভাড়া আয় থেকে বাদ গিয়ে করযোগ্য আয় নির্ণয় করা হয়। তাই সারাবছর ধরে কত সুদ দিয়েছেন এবং মূল ঋণ কত পরিশোধ করেছেন, তা লোন স্টেটমেন্ট দেখে নিশ্চিত হয়ে নিন।

ভূমি রাজস্ব, পৌর কর, সিটি কর্পোরেশন কর, ও অন্যান্য বিল

বাড়ি/ফ্ল্যাটের মালিককে কর বাবদ সরকারকে ভূমি রাজস্ব দিতে হয়। এছাড়া পৌর কর, সিটি করপোরেশন কর, ওয়াসার বিল, গ্যাস বিল, বিদ্যুৎ বিল ইত্যাদিও পরিশোধ করতে হয়। এসব খরচ বাড়িভাড়া আয় থেকে বাদ গিয়ে করযোগ্য আয় বের করা হয়। তাই এই খরচগুলোর প্রমাণ হিসেবে বিল প্রদানের মূল কাগজের কপির ফটোকপি করে রাখতে হবে ও রিটার্নের সাথে জমা দিতে হবে।

স্থাবর সম্পত্তি ক্রয়/বিক্রয়/হস্তান্তর

স্থাবর সম্পত্তি ক্রয়/বিক্রয়/হস্তান্তরের ক্ষেত্রে দলিলের এবং উৎসে কর কর্তন যে পে অর্ডারের মাধ্যমে করা হয়েছে তার ফটোকপি করে রাখুন।

আর্থিক পরিসম্পদ থেকে আয়

আর্থিক পরিসম্পদ থেকে আয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে যেমন শেয়ার থেকে লভ্যাংশ, সঞ্চয়পত্রের সুদ, ব্যাংক জমার ওপর সুদ ইত্যাদি। এসব খাত থেকে আয়ের ক্ষেত্রে লভ্যাংশের ওয়ারেন্ট বা সার্টিফিকেটের কপি বা যে ব্যাংকে জমা হয়েছে সে ব্যাংক বিবরণী, সঞ্চয়পত্র নগদায়নের সময় বা সুদপ্রাপ্তির সময় নেয়া সার্টিফিকেট, ব্যাংক সুদের ক্ষেত্রে ব্যাংক হিসাবের বিবরণী বা ট্যাক্স সার্টিফিকেট ইত্যাদি যেখানে যেখানে আপনি করেছেন সেখান থেকে সংগ্রহ করুন ও রিটার্নের সাথে জমা দিন।

উৎসে কর পরিশোধের প্রমাণাদি

আপনি যে আয় করেছেন সেসব আয় পরিশোধের সময় যদি উৎসে কর কর্তন করা হয়ে থাকে তাহলে আপনার আয় থেকে নির্ধারিত কর কর্তন করে আপনার আয় পরিশোধ করা হয়েছে। যেমন, আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে মাস শেষে বেতন থেকে আনুমানিক একটি অংক কর হিসেবে কেটে রেখে আপনার ব্যাংক হিসেবে বেতন ট্রান্সফার করেছে।

যেহেতু আপনি আয়ের ওপর উৎসে কিছুটা কর আগেই দিয়ে দিয়েছেন,তাই বছর শেষে আয়কর রিটার্ন দাখিলের সময় এই কর বাদ দিতে পারবেন। তখন মোট করদায় থেকে আগে পরিশোধ করা উৎসে কর বাদ দিয়ে বাকি যেটা থাকবে সেটাই হবে আপনার প্রকৃত করদায়।

এখন এই উৎসে কর বাদ দেয়ার ক্ষেত্রে যেটা আপনি দাবি করছেন যে পূর্বে পরিশোধ করেছেন, তার প্রমাণ হিসেবে চালানের কপি দাখিল করতে হবে। চালানের কপি প্রমাণ হিসেবে দিতে না পারলে আপনি এই উৎসে কর্তনকৃত কর দাবি করতে পারবেন না।

বিনিয়োগ ও দান সংক্রান্ত প্রমাণাদি

আপনি যদি বিনিয়োগ অথবা দান করে থাকেন যেমন, শেয়ার ক্রয়, সঞ্চয়পত্র ক্রয়, ডিপিএস, জীবন বীমা প্রিমিয়াম, স্বীকৃত জাকাত তহবিলে দান ইত্যাদি, সেক্ষেত্রে উল্লিখিত বিনিয়োগ বা অনুদানের প্রমাণাদি সংগ্রহ করুন।

সময়মতো সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করা প্রত্যেক করদাতার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মনে রাখবেন, নিরবচ্ছিন্নভাবে ‘কর দিবস’ ৩০শে নভেম্বর পর্যন্ত চলবে। ইতোমধ্যে আপনার রিটার্ন দাখিল না করে থাকলে আজই প্রস্তুতি নিন। আর BDTax এর মাধ্যমে খুব সহজেই আপনার আয়কর রিটার্ন প্রস্তুত আজই রেজিস্ট্রেশন করুন।

জসীম উদ্দিন রাসেল

By | 2024-05-08T05:19:31+00:00 August 6th, 2017|Income Tax, Tax Filing, Tax Rebate, Tax return|44 Comments

About the Author:

44 Comments

  1. Zulfikar Ali August 7, 2017 at 6:17 pm - Reply

    This is a great Article. Thanks for sharing.

  2. মো: লিয়াকত আলী September 18, 2017 at 1:06 pm - Reply

    LGED এর একজন নির্বাহী প্রকৌশলী বর্তমানে পৌর সভায় চাকুরীরত। তিনি কি সরকারী বেতন ভোগী করদাতা ?

    • bdtaxblog September 11, 2018 at 6:40 am - Reply

      আপনার পূর্বের রিটার্নে ভূল করলে আপনি এই বছর রিটার্নে সঠিক তথ্য দিতে পারেন। আমাদের সিস্টেমে রিটার্ন প্রস্তুত করুণ ঘর খালি থাকার কোন সম্ভাবনা নেই। কারণ আপনি ঘর খালি রাখলে সিস্টেম আপনাকে ধরিয়ে দেবে যে কোথায় আপনি তথ্য দিতে ভুলে গেছেন। একাঊণ্ট খুলতে এই লিংকে যান- https://www.bdtax.com.bd/index.php/user/registration/registerIndividual

  3. Prema October 27, 2017 at 7:59 pm - Reply

    Amar etin ache but income nei kono ami ki tax pay korbo and kivabe?

    • bdtaxblog July 3, 2018 at 8:40 am - Reply

      আপনার আয় না থাকলে কোন ট্যাক্স আসবেনা কিন্তু টিন থাকলেই আপনাকে রিটার্নটি প্রস্তুত করে এ জমা দিতে হবে । ধন্যবাদ

    • bdtaxblog September 11, 2018 at 6:37 am - Reply

      ই টিন থাকলে এবং ট্যাক্স যোগ্য আয় না থাকলে আপনাকে শুধু রিটার্ন দেখাতে হবে কোন আয়কর প্রদান করতে হবেনা। আপনি আমাদের সিস্টেমে সহজেই নিজের রিটার্ন প্রস্তুত করতে পাড়বেন। একাঊণ্ট খুলতে এই লিংকে যান- https://www.bdtax.com.bd/index.php/user/registration/registerIndividual

  4. Md. Sirajul Islam September 2, 2018 at 6:55 am - Reply

    ফ্লাট ক্রয় রেজিস্ট্রেশন হয়নি, রিটার্ন এ দেখাতে হবে?

  5. মোঃ পারভেজ মিয়া October 14, 2018 at 11:49 am - Reply

    বর্তমান অর্থ বছরে অর্থাৎ গত জুলাই, ২০১৮ মাসে আমার মূল বেতন ১৬৭৮০ টাকা হয়েছে। এ বছর কোন আয়কর রিটার্ন দিতে হবে কিনা জানাবেন। উল্লেখ্য যে আমি ইটিন এখনো খুলিনি। এ বছরে ইটিন খুলতে হবে কি না তা জানাবেন।

    • bdtaxsupport November 4, 2018 at 4:44 am - Reply

      ১লা জুলাই ২০১৭- ৩০ জুন ২০১৮ পর্যন্ত আপনার বেসিক ইনকাম ২৫০০০০ টাকার উপরে হলেই আপনাকে টিন করতে হবে এবং আয়কর দিতে হবে। ধন্যবাদ

  6. ইকবাল মুন্না October 31, 2018 at 4:52 am - Reply

    বেতন যদি নগদ ক্যাশ এ প্রদান করা হয়, তাহলে কি আলাদা ব্যাংক স্টেটমেন্ট জমা ফিতে হবে?

    • bdtaxsupport November 4, 2018 at 4:49 am - Reply

      এ ব্যপারে আপনি আপনার কম্পানি একাউন্টস এ কথা বলুন। তারা আপনাকে আপনার স্যলারির কাগজ পত্র দিয়ে দেবে।

  7. ইকবাল মুন্না October 31, 2018 at 4:53 am - Reply

    বেতন যদি নগদ ক্যাশ এ প্রদান করা হয়, তাহলে কি আলাদা ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে?

    • bdtaxsupport November 4, 2018 at 4:57 am - Reply

      এ ব্যপারে আপনি আপনার কম্পানি একাউন্টস এ কথা বলুন। তারা আপনাকে আপনার স্যলারির কাগজ পত্র দিয়ে দেবে।

  8. ইকরাম November 9, 2018 at 10:32 am - Reply

    জিপিএ এর জমার পরিমান পূর্বে দেখানো না হলে এখন কিভাবে দেখাতে হবে।

  9. ইকরাম November 10, 2018 at 6:51 pm - Reply

    Gpf জমা এর পরিমান পূর্বে রিটার্নে দেখানো না হলে এখন কিভাবে দেখাতে হবে।

    • bdtaxsupport November 12, 2018 at 9:15 am - Reply

      পূর্বে কোনকিছু দেখাতে ভুলে গেলে আপনি এখন দেখাতে পারবেন।

  10. আহসান November 15, 2018 at 1:57 am - Reply

    আমি প্রথমবারের মত আয়কর দিচ্ছি, জমির সাথে কি এর মুল্য ও দেখাতে হবে?

    • bdtaxsupport November 19, 2018 at 7:43 am - Reply

      আপনি BDTAX.COM.BD এ আপনার একাঊণ্ট করুণ, সিস্টেমে সব ফর্মুলা দেওয়া আছে। আপনি কোন কোন তথ্য দিবেন তা সিস্টেমে বিশেষভাবে ঊল্লেখ পাবেন। ধন্যবাদ।

  11. তুহিন April 24, 2019 at 10:19 am - Reply

    আমি গত ২৪ march,2018 একটা বেসরকারি জব শুরু করি। আমার জে বেতন দেই তাতে কোন কর হয়না তুবু আমার গত ০৫-০১-২০১৯ থেকে ০৫-২-২০১৯ বেতন বন্দ করে দেই।তখন আমি ১১-২-২০১৯ তারিখে TAN খুলি এবং আর কর রিটার্ন জন্য জমা দিয়া হয় সাথে আফিস থেকে বেতন সিট নিয়ে জমা দিয়া হয়। এখন গত দুইদিন আগে আমার নামে নোটিশ আসে। সেখানে বলা আছে আগামী ২৫-৪-২০১৯ আমাকে যাইতে হবে আয়কর আফিসে।এখন কথা আমি তো নুতুন আয়কর রিটার্ন করলাম। এখানে আমার কোন জরিমানা বা কোন টাকা লাগবে কি।আর আমাকে কেনো ডাকা হলো।

    • bdtaxsupport April 30, 2019 at 6:38 am - Reply

      আপনাকে কেন ডাকা হইয়াছে সে ব্যাপারে এনবিআর ভালো জানে সম্ভবত আপনার জমাকৃত রিটার্ন এ কোনো ভুল আছে সে কারণে আপাকে ডাকা হইয়াছে। আপনি এনবিআর কর্তৃক নির্ধারিত তারিখে তাদের সাথে যোগাযোগ করুন।

  12. অজয় May 17, 2019 at 9:41 am - Reply

    আমার চাকরিতে যোগদান- ২৮/০১/২০১৯ ইং
    আমি আজ ইটিন খুলেছি। আমার বেসিক- ১৬০০০/-
    বাৎসরিক আয় ২৫০০০০/- না। আমাকে কি আয়কর রিটার্ন দাখিল করতে হবে। করতে হলে কোন অর্থবছরে করতে হবে।

    • bdtaxsupport May 20, 2019 at 4:09 am - Reply

      আপনার বাৎসরিক ইনকাম ২৫০০০০ টাকা অতিক্রম না করলে আপনাকে ট্যাক্স দিতে হবে না। তবে আপনার যদি গাড়ি থাকে বা নিজ নাম ফ্লাট থাকে এছাড়াও আরো কিছু কিছু কারণে কর যোগ্য ইনকাম না থাকলেও আপনাকে বাধ্যতামূলক রিটার্ন সাবমিট করতে হবে। আপনার রিটার্ন সাবমিট করার জন্য আপনি আমাদের সিস্টেম ব্যবহার করতে পারেন। আমরা এনবিআর এর সাথে অনলাইন এ ট্যাক্স সাবমিশন এর জন্য কাজ করছি।
      BDTax.com.bd স্ব-নির্দেশিত সফটওয়্যার এবং এটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে প্রতিটি পদক্ষেপ দেখিয়ে দেবে।

      প্রথমে এই লিঙ্কটি দিয়ে যান এবং BDTax এ আপনার Account খুলুন।
      https://bdtax.com.bd/index.php/user/registration/individual
      একাউন্ট খোলার পর একট এক্টিভেসন লিংক আপনার ইমেইল এ পাঠানো হবে । সেখানে গিয়ে আপনার একাউন্টটি আক্টিভেট করুন।

      ব্যাবহারের সুবিধার জন্য আপনি আমদের এই “How To” ভিডিওটি দেখতে পারেন।
      https://www.bdtax.com.bd/index.php/site/page?view=howtouse

      আপনি বিনামূল্যে সাইন আপ এবং আপনার আয়কর হিসাব করতে পারেন।
      তারপর আপনি যখন PDF ডাউনলোড করবেন শুধুমাত্র তখনই আপনাকে 799/- + 15% ভ্যাট পে করতে হবে।

  13. BIDHAN June 24, 2019 at 11:29 am - Reply

    ভ্যাট রিটার্নের সাথে কি কি কাগজ পএ জমা দিতে হবে ?

    • bdtaxsupport June 25, 2019 at 4:13 am - Reply

      ভ্যাট সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কল করতে পারেন ভ্যাট অনলাইন ১৬৫৫৫ এই নম্বর এ। আমাদের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অনলাইন এ প্রস্তুত করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। রেজিস্ট্রেশন করতে প্রবেশ করুন এই লিংক এ https://bdtax.com.bd/index.php/user/registration/registerIndividual

  14. BIDHAN June 24, 2019 at 11:37 am - Reply

    What is Different Between Income Tax Return & Vat Return ?

    • bdtaxsupport June 25, 2019 at 4:12 am - Reply

      The main difference between a tax return and a VAT return is in what you are declaring. VAT is paid for by consumers, and the submission is sole regarding VAT. Tax returns are when you pay part of your income or profit to NBR.

  15. BIDHAN June 24, 2019 at 11:42 am - Reply

    সাধারনত কোন ইন্টারভিউতে ভ্যাট এবং আয়কর থেকে কি কি প্রশ্ন জিজ্ঞেশ করতে পারে ?

    • bdtaxsupport June 25, 2019 at 4:10 am - Reply

      আপনি ফেইসবুক ভ্যাট এবং ইনকাম ট্যাক্স এর পরীক্ষা সংক্রান্ত অনেক গ্রুপ পাবেন। সেখানে জয়েন করে আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন। আমাদের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অনলাইন এ প্রস্তুত করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। রেজিস্ট্রেশন করতে প্রবেশ করুন এই লিংক এ https://bdtax.com.bd/index.php/user/registration/registerIndividual

  16. BIDHAN June 24, 2019 at 11:46 am - Reply

    কোন কোন ক্ষেএে কত হারে ভ্যাট প্রোজোজ্য ?

    • bdtaxsupport June 25, 2019 at 4:09 am - Reply

      আপনি এই বিষয়ে এ এনবিআর এর ওয়েবসাইট এ ভিসিট করতে পারেন অথবা ভ্যাট সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে কল করতে পারেন ভ্যাট অনলাইন ১৬৫৫৫ এই নম্বর এ। আমাদের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল অনলাইন এ প্রস্তুত করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। রেজিস্ট্রেশন করতে প্রবেশ করুন এই লিংক এ https://bdtax.com.bd/index.php/user/registration/registerIndividual

    • মনীশ November 27, 2021 at 3:19 pm - Reply

      ব্যাংক লোন থাকলে কি আয়কর রেয়াত হবে?

      • bdtaxsupport April 5, 2022 at 6:02 am - Reply

        জিনা। ব্যাংক লোনের জন্য কোনো আয়কর রেয়াত নেই। আপনি আমাদের এই ব্লগটি পড়তে পারেন আয়কর রেয়াত পেতে কোথায় বিনিয়োগ করবেন? https://blog.bdtax.com.bd/income-tax-rebate-investment/

  17. Saifuddin gazi July 27, 2019 at 11:35 am - Reply

    আমার ইনকাম না থাকার কারনে আমি রিটার্ন জমা দিতে পারছি না এতে কি আমার কোন সমস্যা হবে জানালে খুশি হবো।
    এই একাউন্ট কি বাতিল করা যায়।

    • bdtaxsupport July 28, 2019 at 5:16 am - Reply

      বর্তমান করবর্ষ থেকে বিগত ৩ বছরের ভিতরে আপনার আয় যদি করযোগ্য হয়ে থাকে অথবা কর নিরূপিত হয়ে থাকে তবে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। যেহেতু আপনার কোনো আয় নেই সেহেতু আপনি জিরো রিটার্ন দাখিল করবেন যদি উপরের শর্তটি পূরণ হয়।

  18. Sharmin Akter November 14, 2019 at 4:30 pm - Reply

    Ami ukhiya ta taki ami Ki tax Cox’sbazar joma dibo naki teknaf dibo.

    • bdtaxsupport November 23, 2019 at 4:48 am - Reply

      আপনি আপনার ইটিন সার্টিফিকেটে উল্লেখিত সার্কলে এ জমা দিবেন।

  19. MD. RAKIBUL HASAN March 17, 2020 at 8:09 pm - Reply

    আমি স্টুডেন্ট কিন্তু সঞ্চয় পত্র কেনার জন্য টিন সার্টিফিকেট বানিয়েছি এখন আমাকে ট্যাক্স দিতে হবে অথবা রির্টান জমা দিতে হবে

    • bdtaxsupport April 13, 2020 at 8:21 am - Reply

      আপনি শূন্য রিটার্ন দাখিল করবেন। আপনি আমাদের সিস্টেমে আপনার শূন্য রিটার্ন প্রস্তুত করতে পারেন খুব সহজে। BDTax.com.bd স্ব-নির্দেশিত সফটওয়্যার এবং এটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে প্রতিটি পদক্ষেপগুলো দেখিয়ে দেবে। আপনার কোনো ট্যাক্স ক্যালকুলেশন করা লাগবেনা অথবা ট্যাক্স সম্পর্কে কিছু জানারও প্রয়োজন নেই।
      একাউন্ট খুলতে প্রবেশ করুন https://bdtax.com.bd/index.php/user/registration/individua

  20. রতন July 1, 2020 at 4:55 am - Reply

    সঞ্চয়পত্র কেনার জন্য যদি আমি টিন সার্টিফিকেট বানাই, তাহলে আমাকে কি আয়কর দিতে হবে প্রতি বছর? যদি আমার আয় ২৫০০০০ টাকার কমও থাকে, তারপর ও কি বছরে টিন সার্টিফিকেটের জন্য আলাদা কোনো টাকা দিতে হবে আমাকে?

    • bdtaxsupport July 14, 2020 at 5:49 am - Reply

      জি আপনাকে রিটার্ন জমা দিতে হবে। যেহেতু আপনার সঞ্চয়পত্র থেকে ইনকাম আসে এবং সঞ্চয়পত্রের ইনকাম করমুক্ত হওয়াতে আপনি শূন্য রিটার্ন জমা দিবেন। আমাদের সফটওয়্যার ব্যবহার করে শূন্য রিটার্ন প্রস্তুত করুন খুব সহজে।
      আমাদের সফটওয়্যার এ রেজিস্ট্রেশন করে না থাকলে ভিসিট করুন,
      https://bdtax.com.bd/index.php/user/registration/individual

  21. শওকত October 2, 2020 at 12:30 pm - Reply

    আমি ২০ মার্চ ২০১৮, আমার বাৎসরিক বেতন ২.৫ লাখ টাকার কম। এখনও পর্যন্ত রিটার্ন জমা দেইনি একবারও। এবছর যদি রিটার্ন জমা দেই, তাহলে কি শুধু ১৯-২০ বর্ষের রিটার্ন জমা দিলেই হবে নাকি ১৮-১৯ বর্ষেরও রিটার্ন জমা দিতে হবে?

    • bdtaxsupport October 3, 2020 at 10:48 am - Reply

      ২০২০-২০২১ কর বছরের রিটার্ন দাখিল করলেই হবে। আমাদের সফটওয়্যার এর মাধ্যমে আপনার শূন্য রিটার্ন প্রস্তুত করুন মাত্র ৪০০ টাকাতে। রেজিস্ট্রেশন করতে ভিসিট করুন https://bdtax.com.bd/index.php/user/registration/individual

  22. শওকত October 2, 2020 at 12:31 pm - Reply

    আমি ২০ মার্চ ২০১৮, তে ইটিন খুলেছি। বাৎসরিক বেতন ২.৫ লাখ টাকার কম। এখনও পর্যন্ত রিটার্ন জমা দেইনি একবারও। এবছর যদি রিটার্ন জমা দেই, তাহলে কি শুধু ১৯-২০ বর্ষের রিটার্ন জমা দিলেই হবে নাকি ১৮-১৯ বর্ষেরও রিটার্ন জমা দিতে হবে?

    • bdtaxsupport October 3, 2020 at 10:48 am - Reply

      ২০২০-২০২১ কর বছরের রিটার্ন দাখিল করলেই হবে। আমাদের সফটওয়্যার এর মাধ্যমে আপনার শূন্য রিটার্ন প্রস্তুত করুন মাত্র ৪০০ টাকাতে। রেজিস্ট্রেশন করতে ভিসিট করুন https://bdtax.com.bd/index.php/user/registration/individual

Leave A Comment

*

Shares
error: Content is protected !!