আগামি মাস থেকেই আয়কর রিটার্ন দাখিল করার জন্য করদাতাগণ ব্যস্ত হয়ে পড়বেন। কারন নভেম্বরে আয়কর মেলা সামনে রেখে সবাই রিটার্ন প্রস্তুত করতে চান এবং মেলায় ঝামেলাহীনভাবে জমা দিতে চান। কিন্তু কিছু কিছু করদাতা এরই মাঝে রিটার্ন তৈরির কাজ শুরু করে দিয়েছেন। শেষ দিকে তাড়াহুড়া না করে আগেই তৈরি করে ফেলুন আপনার আয়কর রিটার্ন।
আয়কর রিটার্ন কে দাখিল করবেন তাদের কথা আয়কর আইনে বলা হয়েছে। তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তাদের করযোগ্য আয় না থাকলেও বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।
কিন্তু যাদের আয় পূর্বে করযোগ্য ছিলো তারা এতদিন নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করে আসছিলেন। এবছর এসে হয়তো কোন কারনে করযোগ্য আয় নিচে নেমে গেছে।
এখন প্রশ্ন হলো, করযোগ্য আয় নিচে নেমে গেলেও বাধ্যতামূলকভাবে আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে কিনা?
এর উত্তর হলো, হ্যাঁ।
আয়কর আইন অনুযায়ী, কোন করদাতা যদি আগে আয়কর রিটার্ন দাখিল করে থাকেন এবং পরবর্তীতে যদি তার করযোগ্য আয় নিচে নেমে যায় তাহলেও তাকে পরপর তিনবার আয়কর রিটার্ন দাখিল করে যেতে হবে। এরপর থেকে আপনার রিটার্ন দাখিল করার বাধ্যনাধকতা আর থাকবেনা।
কোন করদাতা হয়তো চাকরী থেকে অবসর নিয়েছেন অথবা চাকরী ছেড়ে দিয়ে গৃহিণী হয়ে গেছেন এবং তাদের আয় ভবিষ্যতে আর করযোগ্য হবে না তখন করদাতা কি করবেন?
তখন আপনি আপনার টিন-এ উল্লেখিত সার্কেলের উপকর কমিশনারের নিকট টিন বাতিলের জন্য আবেদন করতে পারেন। সেখানে বাতিলের কারন উল্লেখ করতে হবে। পরে উপকর কমিশনার মনে করলে আপনাকে শুনানিতে ডাকতে পারেন। অথবা আপনার আবেদনে সন্তুষ্ট হয়েও টিন বাতিল করতে পারেন।
অতএব, আপনাকে টিন বাতিলের জন্য অতিরিক্ত কিছু করতে হবে না।
আপনি জেনে খুশি হবেন, bdtax.com.bd এবছর যাদের আয় করযোগ্য সীমার নিচে সেসব ব্যক্তির জন্য নতুন একটি সুবিধা দিয়েছে। যারা শূন্য রিটার্ন জমা দিবেন তারা মাত্র ৩৯৯ টাকা দিয়েই আয়কর রিটার্ন তৈরি করতে পারবেন।
তাই আর দেরি না করে এখনই লগইন করুন bdtax.com.bd ওয়েবসাইটে এবং খুব সহজেই প্রস্তুত করে নিন আপনার আয়কর রিটার্ন।
আমি একজন ছাত্র আমি ভুল করে আমার E- Tin খুলেছি এখন আমি কিভাবে ওটা বাতিল করবো জানাবেন প্লিজ।
আপনি আমাদের ব্লগটি পড়ুন কিভাবে বাতিল করতে হয় সে ব্যাপারে বিস্তারিত লিখা আছে। ধন্যবাদ।
আমি একজন বেকার আমি ভুল করে টি ই এন খুলেছি,এখন তা বাতিল করব কুভাবে?
আপনার যদি কোনো ইনকাম না থাকে তাহলে আপনাকে কোনো কর দিতে হবে না। আপনি যখন আয় করবেন তখন কর প্রদান করবেন। এছাড়া আপনি কোনো কারণে আপনার ইটিন বাতিল করতে চাইলে আপনার ইটিন এ উল্লেখিত সার্কেল অফিসে যোগাযোগ করতে পারেন।
আমি গত ১০/০৮/২০২০ তারিখে টিন খুলেছি।আমার কি এবার রিটার্ন দাখিল করতে হবে? না ২০২০-২০২১ অর্থ বছরে রিটার্ন দাখিল করতে হবে।
আপনি আগামী অর্থ বছরে রিটার্ন দাখিল করবেন। ধন্যবাদ।
আমি গত ৭/৪/২০ তারিখে টিন খুলেছি। আমার কি এবার রিটার্ন জমা দিতে হবে? না আগামী বছর জমা দিতে হবে।
আপনি আগামী বছর রিটার্ন দাখিল করবেন। ধন্যবাদ।
Ami 19.06.2019 e tin khulesi ebong ekhon porjonto kono kor joggo ay hoy ni…ami semi gov job kori ekhon amr koronio ki..plz ektu janaben
টিন নেওয়া সত্ত্বেও একাধিক বছর রিটার্ন দাখিল না করলে, পুনরায় দাখিল করতে চাইলে কি করবেন? http://blog.bdtax.com.bd/failure-to-submit-the-return/
আমি একজন বেকার। একটি প্রতিষ্ঠানে জব করার জন্য আমি ই টিন সার্টিফিকেট নিয়েছিলাম। কিন্তু সেই চাকরিটা আমার হয় নাই। এমতাবস্থায় আমার কী করনীয় দয়া করে জানাবেন!
আপনাকে শূন্য রিটার্ন জমা দিতে হবে।