আয় আয়কর আরোপযোগ্য সীমার নিচে নেমে গেলে কিভাবে নিবন্ধন বাতিল করবেন?

/, Income Tax, Tax Filing, Tax return/আয় আয়কর আরোপযোগ্য সীমার নিচে নেমে গেলে কিভাবে নিবন্ধন বাতিল করবেন?

আয় আয়কর আরোপযোগ্য সীমার নিচে নেমে গেলে কিভাবে নিবন্ধন বাতিল করবেন?

আগামি মাস থেকেই আয়কর রিটার্ন দাখিল করার জন্য করদাতাগণ ব্যস্ত হয়ে পড়বেন। কারণ নভেম্বরে আয়কর মেলা সামনে রেখে সবাই রিটার্ন প্রস্তুত করতে চান এবং মেলায় ঝামেলাহীনভাবে জমা দিতে চান। কিন্তু কিছু কিছু করদাতা এরই মাঝে রিটার্ন তৈরির কাজ শুরু করে দিয়েছেন। শেষ দিকে তাড়াহুড়া না করে আগেই তৈরি করে ফেলুন আপনার আয়কর রিটার্ন।

আয়কর রিটার্ন কারা দাখিল করবেন তাদের কথা আয়কর আইনে বলা হয়েছে। তাদেরকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিল করতে হবে। তাদের করযোগ্য আয় না থাকলেও বাধ্যতামূলকভাবে আয়কর রিটার্ন দাখিল করতে হয়।

কিন্তু যাদের আয় পূর্বে করযোগ্য ছিলো তারা এতদিন নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করে আসছিলেন। এ বছর এসে হয়তো কোন কারনে করযোগ্য আয় নিচে নেমে গেছে।

এখন প্রশ্ন হলো, করযোগ্য আয় নিচে নেমে গেলেও বাধ্যতামূলকভাবে আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে কিনা?

এর উত্তর হলো, হ্যাঁ।

আয়কর আইন অনুযায়ী, কোন করদাতা যদি আগে আয়কর রিটার্ন দাখিল করে থাকেন এবং পরবর্তীতে যদি তার করযোগ্য আয় নিচে নেমে যায় তাহলেও তাকে পরপর তিনবার আয়কর রিটার্ন দাখিল করে যেতে হবে। এরপর থেকে আপনার রিটার্ন দাখিল করার বাধ্যবাধকতা আর থাকবেনা।

কোন করদাতা হয়তো চাকরী থেকে অবসর নিয়েছেন অথবা চাকরী ছেড়ে দিয়েছেন এবং তাদের আয় ভবিষ্যতে আর করযোগ্য হবে না তখন করদাতা কি করবেন?

তখন আপনি আপনার টিন-এ উল্লেখিত সার্কেলের উপকর কমিশনারের নিকট টিন বাতিলের জন্য আবেদন করতে পারেন। সেখানে বাতিলের কারন উল্লেখ করতে হবে। পরে উপকর কমিশনার মনে করলে আপনাকে শুনানিতে ডাকতে পারেন। অথবা আপনার আবেদনে সন্তুষ্ট হয়েও টিন বাতিল করতে পারেন।

অতএব, আপনাকে টিন বাতিলের জন্য অতিরিক্ত কিছু করতে হবে না।

আপনি জেনে খুশি হবেন যে, যাদের আয় করযোগ্য আয় সীমার নিচে bdtax.com.bd এর স্বয়ংক্রিয় সফটওয়্যার ব্যবহার তারা খুবেই সহজে এবং অতি অল্প সময়ে মাত্র ৪০০ টাকা দিয়ে নিজেই নিজের আয়কর রিটার্ন তৈরি করতে পারবেন। 

তাই আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করুন bdtax.com.bd ওয়েবসাইটে এবং খুব সহজেই এবং অতি অল্প খরচে  প্রস্তুত করে নিন আপনার আয়কর রিটার্ন।

জসীম উদ্দিন রাসেল

By | 2022-04-07T05:33:03+00:00 September 5th, 2019|E-tin, Income Tax, Tax Filing, Tax return|16 Comments

About the Author:

16 Comments

  1. gouranga roy January 6, 2020 at 5:44 pm - Reply

    আমি একজন ছাত্র আমি ভুল করে আমার E- Tin খুলেছি এখন আমি কিভাবে ওটা বাতিল করবো জানাবেন প্লিজ।

    • bdtaxsupport January 7, 2020 at 4:10 am - Reply

      আপনি আমাদের ব্লগটি পড়ুন কিভাবে বাতিল করতে হয় সে ব্যাপারে বিস্তারিত লিখা আছে। ধন্যবাদ।

  2. md ziaur rahman January 8, 2020 at 6:22 pm - Reply

    আমি একজন বেকার আমি ভুল করে টি ই এন খুলেছি,এখন তা বাতিল করব কুভাবে?

    • bdtaxsupport January 22, 2020 at 11:35 am - Reply

      আপনার যদি কোনো ইনকাম না থাকে তাহলে আপনাকে কোনো কর দিতে হবে না। আপনি যখন আয় করবেন তখন কর প্রদান করবেন। এছাড়া আপনি কোনো কারণে আপনার ইটিন বাতিল করতে চাইলে আপনার ইটিন এ উল্লেখিত সার্কেল অফিসে যোগাযোগ করতে পারেন।

    • MD. ASADUZZAMAN June 17, 2021 at 5:20 pm - Reply

      আমি টিন রেজিষ্ট্রেশন করা শিখতে গিয়ে টিন রেজিষ্ট্রেশন করে ফেলছি। এখন টিন বাতিল করতে চাই। পিল্প সাহায্য করেন আমাকে এ বিষয়ে।

      • bdtaxsupport June 22, 2021 at 11:15 am - Reply

        আপনি আপনার সার্কেল অফিসে গিয়ে ডিসিটি বরাবর আবেদন করতে পারেন। ধন্যবাদ।

  3. jamal uddin joy September 20, 2020 at 8:39 am - Reply

    আমি গত ১০/০৮/২০২০ তারিখে টিন খুলেছি।আমার কি এবার রিটার্ন দাখিল করতে হবে? না ২০২০-২০২১ অর্থ বছরে রিটার্ন দাখিল করতে হবে।

    • bdtaxsupport September 20, 2020 at 11:27 am - Reply

      আপনি আগামী অর্থ বছরে রিটার্ন দাখিল করবেন। ধন্যবাদ।

  4. Sabbir Ahamed September 26, 2020 at 2:33 pm - Reply

    আমি গত ৭/৪/২০ তারিখে টিন খুলেছি। আমার কি এবার রিটার্ন জমা দিতে হবে? না আগামী বছর জমা দিতে হবে।

    • bdtaxsupport September 28, 2020 at 11:39 am - Reply

      আপনি আগামী বছর রিটার্ন দাখিল করবেন। ধন্যবাদ।

      • উজ্জল August 8, 2021 at 1:12 pm - Reply

        আমি ভুল করে টিন করে ফেলেছি,আমার ইনকাম নাই,এখন আমি আয়কর রিটান জমা না দিলে কোন অসুবিধা হবে কি

        • bdtaxsupport September 2, 2021 at 10:22 am - Reply

          আপনি শূন্য রিটার্ন দাখিল করবেন। অন্যথায় গুনতে হবে জরিমানা।
          ঘরে বসে আপনার ২০২১-২০২২ করবর্ষের শূন্য রিটার্ন প্রস্তুত করতে ভিজিট করুন https://bdtax.com.bd/index.php/user/registration/individual

  5. Rafikul islam November 4, 2020 at 6:30 pm - Reply

    Ami 19.06.2019 e tin khulesi ebong ekhon porjonto kono kor joggo ay hoy ni…ami semi gov job kori ekhon amr koronio ki..plz ektu janaben

    • bdtaxsupport November 13, 2020 at 10:30 am - Reply

      টিন নেওয়া সত্ত্বেও একাধিক বছর রিটার্ন দাখিল না করলে, পুনরায় দাখিল করতে চাইলে কি করবেন? https://blog.bdtax.com.bd/failure-to-submit-the-return/

  6. Sweet Roy November 28, 2020 at 7:34 pm - Reply

    আমি একজন বেকার। একটি প্রতিষ্ঠানে জব করার জন্য আমি ই টিন সার্টিফিকেট নিয়েছিলাম। কিন্তু সেই চাকরিটা আমার হয় নাই। এমতাবস্থায় আমার কী করনীয় দয়া করে জানাবেন!

    • bdtaxsupport November 30, 2020 at 4:22 am - Reply

      আপনাকে শূন্য রিটার্ন জমা দিতে হবে।

Leave A Comment

*

Shares
error: Content is protected !!