আপনি যদি করদাতা হয়ে থাকেন তাহলে আইন অনুযায়ী প্রতি বছর আপনাকে রিটার্ন দাখিল করতে হবে। আপনি যদি পুরনো করদাতা হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন কোন সার্কেল-এ রিটার্ন জমা দিতে হবে। কিন্তু নতুন করদাতা হয়ে থাকেলে আপনি জেনে নিতে পারেন আপনার টিন সার্টিফিকেট থেকে।
১২ ডিজিটের টিন সার্টিফিকেট আবেদনের সময়ই আপনাকে ঠিকানা উল্লেখ করতে হয়। সেই ঠিকানা অনুযায়ী আপনার ট্যাক্স সার্কেল নির্ধারিত হয়। অর্থাৎ টিন সার্টিফিকেট-এ যে ট্যাক্স সার্কেল উল্লেখ থাকবে সেই সার্কেলেই আপনাকে রিটার্ন জমা দিতে হবে।
প্রত্যেক শ্রেণির করদাতার রিটার্ন দাখিলের জন্য ট্যাক্স সার্কেল ঠিক করা আছে। যেমন, ঢাকা সিভিল জেলায় অবস্থিত যে সকল বেসামরিক সরকারি কর্মকর্তা/কর্মচারী ও পেনশনভুক্ত কর্মকর্তা/কর্মচারীর নাম A, B এবং C অক্ষরগুলো দিয়ে শুরু হয়েছে তাদেরকে ট্যাক্স জোন ৪, সার্কেল ৭১- এ রিটার্ন জমা দিতে হবে।
সহজ কথা হলো আপনি সেখানেই আপনার রিটার্ন দাখিল করবেন আপনার টিন সার্টিফিকেটে যে সার্কেল উল্লেখ থাকবে। তবে কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম দেখা যায়। সে সব ক্ষেত্রে অন্য সার্কেলেও আপনি আপনার ট্যাক্স রিটার্ন জমা দিতে পারবেন।
আবার এখন প্রতি বছরই দেশের বিভিন্ন স্থানে আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় করদাতাগণ আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। যারা মেলায় রিটার্ন দাখিল করেন তারা জানেন সার্কেল নাম্বার অনুযায়ী বুথ থাকে।
আপনার নির্ধারিত বুথে গিয়ে সহজেই আপনি রিটার্ন জমা দিতে পারেন। তাহলে এখানেও আপনাকে সার্কেল নিয়ে চিন্তা করতে হবে না।
যারা দেশে থাকেন তারা তাদের নির্ধারিত সার্কেল অনুযায়ী আয়কর রিটার্ন দাখিল করতে পারেন। কিন্তু যেসব করদাতা রিটার্ন দাখিলের সময় বিদেশে অবস্থান করেন তারা তাদের নিকটস্থ বাংলাদেশ দূতাবাসে রিটার্ন দাখিল করতে পারবেন। পরে বাংলাদেশী দূতাবাস রিটার্নগুলো জাতীয় রাজস্ব বোর্ডের কাছে পাঠিয়ে দিবে। তাহলে সেখানেও আপনাকে ট্যাক্স সার্কেল নিয়ে চিন্তা করতে হবে না। শুধু আপনার টিন সার্টিফিকেটে উল্লেখিত সার্কেল লিখে দিলেই হবে।
তবে সরকারি কর্মকর্তা/কর্মচারীদের বেলায় এক্ষেত্রে কিছুটা ছাড় রয়েছে। কোন সরকারি কর্মকর্তা প্রেষণে বা ছুটিতে বিদেশে উচ্চ শিক্ষারত বা প্রশিক্ষণরত থাকলে বা লিয়েনে বাংলাদেশের বাইরে কর্মরত থাকলে উক্ত প্রেষণ বা লিয়েন সমাপ্তিতে দেশে আসার তিন মাসের মধ্যে তার প্রেষণ বা লিয়েনকালীন সময়ের সকল রিটার্ন দখিল করবেন। এক্ষেত্রে নির্ধারিত সার্কেলেই রিটার্ন জমা দিতে হবে।
তবে কেউ যদি কোন কারনে সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে না পারেন এবং তার প্রতিনিধি হিসেবে অন্য কেউকে দিয়ে রিটার্ন জমা দিতে চান তাহলে সেটাও সম্ভব। মেলা চলাকালীন আপনি যে কাউকে দিয়ে আপনার রিটার্ন জমা দিতে পারেন। এক্ষেত্রে কোন ফর্মালিটিস মানার দরকার নেই। এছাড়া আপনি চাইলে লিগাল অ্যাডভাইজার বা ট্যাক্স কনসালট্যান্ট দিয়েও আপনি ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেন।
অনেক সময় দেখা যায় টিন সার্টিফিকেট নেয়ার সময় যে ঠিকানা ব্যবহার করেছিলেন তা পরিবর্তন হয়ে গেছে। এর ফলে ট্যাক্স সার্কেলও পরিবর্তন হয়েছে। যেমন কেউ চাকুরীস্থল পরিবর্তন করতে পারেন বা আবার কেউ বাসা পরিবর্তন করতে পারেন। সে ক্ষেত্রে নতুন সার্কেল এর অধীন-এ ট্যাক্স দিবেন না কি আগের সার্কেলই রিটার্ন জমা দিবেন তা নিয়ে একটি প্রশ্ন থেকে যায়। এক্ষেত্রে আপনি চাইলে আগের সার্কেলে রিটার্ন জমা দিতে পারেন। আর যদি আপনি নতুন সার্কেলে আপনার রিটার্ন জমা দিতে চান সেক্ষেত্রে আগের সার্কেলে আপনি জানিয়ে দিবেন আপনি কোন সার্কেলে রিটার্ন জমা দিয়েছেন। তাহলেই আপনার দায়িত্ব শেষ হয়ে যাবে।
এর বাইরে যদি কেউ কোন কারনে সার্কেল পরিবর্তন করতে চান তাহলে ডিসিটি বরাবর আবেদন করে সার্কেল পরিবর্তন করতে পারবেন।
জসীম উদ্দিন রাসেল
i am a tax payer of dhaka. one year in aikor mela in chottogram,,i wrote offficial letter to both the circle informing the matter but these people are so stupid………i dont have certificate of that year.
আপনি আগে আপনার পূর্বের সার্কেলে যোগাযোগ করুন যে আপনার সার্কেল পরিবর্তন হয়েছে কি না।
আমি সার্কেল চেন্জ করতে চাই, কিভাবে আবেদন করব? ফরমেট থাকলে দিবেন প্লিজ।অনলাইনে করা যাবে কি????
কিভাবে সার্কেল চেঞ্জ করবেন তা এই ব্লগেই বলা আছে। বিস্তারিত জানতে দয়াকরে এনবিআর এ যোগাযোগ করুণ। http://secure.incometax.gov.bd/TINHome
আমার টিন সার্টিফিকেটে কর সার্কেল ফেনী ০৭.কিন্তু আমি ভুল বশত ফেনী ০৯ এ দুই বছর রিটার্ন দাখিল করেছি।এখন কি করতে পারি।
আপনি আপনার সার্কেল অফিসে যোগাযোগ করুন এই ব্যাপারে।
আমি মেলায় ট্রান্সফারজনিত কারনে অন্য সার্কেলে কর দিচ্ছি। এখন এই সমস্যার সমাধান কি?
আপনি আপনার ইটিন এ উল্লেখিত সার্কলেলে আবেদন করে আপনার সার্কলে পরিবর্তনের জন্য এপ্লিকেশন করতে পারেন।
কম্পিউটার দোকানে ই-টিন সার্টিফিকেট এর জন্য এপ্লিকেশন করার সময় অপারেটর ভাই ভুলে আমার প্রফেশনাল লোকেশন চট্টগ্রাম দেখায়। ফলে আমার ই-টিন সার্টিফিকেটে কর-অঞ্চল চট্টগ্রাম চলে আসে। এই বছর মার্চ মাসে টিন সার্টিফিকেট করেছি, এইবারই প্রথম রিটার্ন জমা দিব। এখন কর-অঞ্চল ঢাকায় কিভাবে পরিবর্তন করব ?
আপনাকে আপনার বর্তমান সার্কেলে আবেদন করে সার্কেল পরিবর্তন করতে হবে। ধন্যবাদ