যারা নিয়মিত আয়কর রিটার্ন দেন তারা জানেন রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ৩০ শে নভেম্বর। আপনি যদি পরিবারে একাই উপার্জন করে থাকেন তাহলে আপনার রিটার্নে শুধু আপনার আয় এবং ব্যয় দেখাতে হয়। কিন্তু যদি আপনার স্ত্রী ও আয় করেন তাহলে তার আয় কোথায় দেখাবেন?
প্রথম কথা হলো, আমরা সবাই জানি কোন ব্যক্তির যদি করযোগ্য আয় থাকে তাহলে তাকে নিয়ম অনুযায়ী রিটার্ন দাখিল করতে হবে। তার আলাদা টিন থাকবে।
বছর শেষে আপনি যদি দেখেন আপনার স্বামী/স্ত্রীর আয়করমুক্ত আয় সীমার উপরে আছে তাহলে তিনি আলাদাভাবে রিটার্ন দাখিল করবেন।
কিন্তু যদি তার আয় করযোগ্য আয় সীমার নিচে হয় এবং ই-টিন থাকে তাহলে তার আয় আপনার রিটার্নের সাথে দেখাতে হবে। অর্থাৎ আপনার স্বামী/ স্ত্রীর আয় আপনার আয়ের সাথে যোগ হবে।
যেমন, আপনার স্বামী/স্ত্রীর যদি সঞ্চয়পত্র কেনা থাকে তাহলে মাসিক ভিত্তিতে হোক বা বাৎসরিক ভিত্তিতে হোক তিনি সুদ পেয়ে থাকেন। আবার তার এফডিআর থাকতে পারে যেখান থেকেও সুদ হিসেবে আয় থাকতে পারে। এসব আয় আপনার আয়ের সাথে যোগ হয়ে আপনার মোট করযোগ্য আয় বের করতে হবে। তাহলে দেখা যাচ্ছে,স্বামী/স্ত্রীর আয়ের জন্য আপনার করযোগ্য আয়ের পরিমান বেড়ে যাচ্ছে এবং আপনাকে এর জন্য কর বেশি দিতে হচ্ছে।
এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আপনার স্বামী/স্ত্রীর আয় আপনি রিটার্নের কোথায় দেখাবেন?
আপনি যখন রিটার্ন ফরমে একে একে আপনার বিভিন্ন খাত থেকে আয়ের পরিমান লিখবেন তখন নিচের দিকে লক্ষ্য করবেন “অপ্রাপ্তবয়স্ক সন্তান, স্ত্রী বা স্বামীর আয়” নামে একটি খাত আছে, আপনি সেখানে আপনার স্বামী/স্ত্রীর আয়ের পরিমান লিখবেন। এবং বাকি সব আগের মতোই হবে যেভাবে আপনি রিটার্ন পূরণ করে থাকেন।
আপনার নিজের কাছে করযোগ্য আয় বের করা এবং সেখান থেকে আয়কর বের করা জটিল মনে হলে bdtax.com.bd– এর সাহায্য নিতে পারেন। এই সফটওয়্যার ব্যবহার করে আপনি আপনার আয়, ব্যয় ও অন্যান্য তথ্য গুলো নির্দিষ্ট ঘরে বসালেই আপনার আয়কর স্বয়ংক্রিয়ভাবে বেরিয়ে আসবে।
আর এভাবেই অল্প সময়ে এবং সহজেই আপনি ঘরে বসে তৈরি করে নিতে পারেন আপনার নিজের আয়কর রিটার্ন। তাই দেরি না করে আজই রেজিস্ট্রেশন করুন।
জসীম উদ্দিন রাসেল
Leave A Comment