সেবা পেতে হলে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে

/, Tax Filing, Tax return/সেবা পেতে হলে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে

সেবা পেতে হলে ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে

প্রতি বছরই বাজেটে কিছু পরিবর্তন আসে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। আপনি
ব্যক্তি করদাতা হিসেবে ইতোমধ্যেই হয়তো উল্লেখযোগ্য পরিবর্তনগুলো জেনেছেন। গত
দুইটি ব্লগে আমরা আপনাদেরকে জানিয়েছি কী পরিবর্তনগুলো এসেছে। আপনি যদি
মিস করে থাকেন তাহলে পড়ে নিতে পারেন।
গত জুলাই মাসের ০১ তারিখ থেকে ২০২২-২৩ কর বর্ষের রিটার্ন দাখিল শুরু
হয়েছে। আপনি ২০২১-২২ আয় বছরে যে আয় করেছেন তার জন্য রিটার্ন দাখিল
শুরু হয়ে গেছে। জরিমানা ছাড়া আপনি আগামী ৩০ নভেম্বর ২০২২ পর্যন্ত আপনার
রিটার্ন দাখিল করতে পারবেন। আপনি যদি ঝামেলাহীনভাবে রিটার্ন দাখিল করতে
চান তাহলে এখন থেকেই প্রস্তুতী নিয়ে রিটার্ন তৈরির কাজ শুরু করে দিতে পারেন।
তবে আপনি যদি নতুন করদাতা হয়ে থাকেন তাহলে একটু আগে থেকেই শুরু করা
ভালো। এতে করে শেষ দিকে গিয়ে কোন কিছু বাদ পরার সম্ভাবনা থাকবে না।
আপনি জানেন, গত বছর থেকে কিছু ব্যতিক্রম ছাড়া যাদেরই টিআইএন আছে
তাদেরকে রিটার্ন দাখিল বাধতামূলক করা হয়েছে। এর আগে কিছু সেবা নিতে গেলে
টিআইএন নেওয়া বাধ্যতামূলক করা হয়েছিলো। এরপরে যারা টিআইএন নিয়েছেন
তাদের জন্য রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক করা হয়েছে।
আর এই বছর কিছু সেবা নিতে গেলে রিটার্ন দাখিলের প্রমান প্রদর্শনের কথা বলা
হয়েছে। আগে আপনি এই সেবাগুলো টিআইএন নিয়েই করতে পারতেন। কিন্তু এই
বছর থেকে আপনি রিটার্ন দাখিল করার প্রমান ছাড়া নিতে পারবেন না। বুঝতেই
পারছেন, আস্তে আস্তে আয়কর আইন কঠোর হচ্ছে।
তবে ভয়ের কিছু নেই। জাতীয় রাজস্ব বোর্ড প্রতি বছরই প্রান্তিক করদাতাদের কথা
বিবেচনায় নিয়ে রিটার্ন ফরম সহজ এবং ছোট করছে। আপনি সহজেই এই রিটার্ন
ফরমগুলো পূরণ করে রিটার্ন দাখিল করতে পারেন।
যাই হোক, যা একটু আগে বলছিলাম, কিছু সেবা নিতে গেলে টিআইএন এর স্থলে
রিটার্ন দাখিলের প্রমান প্রদর্শন করতে হবে। যেমন – কোন ব্যাংক বা আর্থিক
প্রতিষ্ঠান হতে পাচ লাখ টাকার অধিক লোন নিতে চাইলে, সিটি কর্পোরেশন বা
পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন করতে চাইলে, ক্রেডিট কার্ড প্রাপ্তি

ও বহাল রাখতে চাইলে, সিটি কর্পোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ প্রাপ্তি ও
বহাল রাখতে চাইলে, পাচ লাখ টাকার অধিক পোস্ট অফিস সঞ্চয়ী হিসাব খুলতে
চাইলে, পাচ লাখ টাকার অধিক সঞ্চয়পত্র কিনতে চাইলে ইত্যাদি। এসব কাজ যদি
আপনি করতে চান তাহলে এখন থেকে আপনাকে রিটার্ন দাখিল করার প্রমান দেখাতে
হবে।
তবে এক্ষেত্রে আপনার মনে হতে পারে, রিটার্ন দাখিল করলেই ট্যাক্স দিতে হবে।
আসলে বিষয়টা তা না। আপনি আইন মানার জন্য রিটার্ন দাখিল করছেন কিন্তু
আপনার আয় করমুক্ত সীমা অতিক্রম না করলে আপনাকে রিটার্ন দাখিল করার সময়
কর দিতে হবে না।
একজন পুরুষ করদাতার জন্য করমুক্ত আয়ের সীমা তিন লাখ টাকা এবং মহিলা
করদাতার জন্য সাড়ে তিন লাখ টাকা। যদি এই সীমা অতিক্রম করে তাহলে
আপনাকে কর দিতে হবে।
আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আপনার আয় যদি একটা নির্দিষ্ট সীমা অতিক্রম না
করে তাহলে আপনি মাত্র এক পৃষ্ঠার একটি রিটার্ন ফরম পূরণ করে ট্যাক্স সার্কেল-এ
জমা দিলেই হবে।
এখন আপনার মনে আরেকটি প্রশ্ন আসতে পারে, রিটার্ন দাখিল করার প্রমান হিসেবে
ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে কিনা? আপনি ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট না
নিলেও চলবে। আপনি রিটার্ন দাখিল করার সময় যে প্রাপ্তি স্বীকারপত্র পাবেন তা
দিয়েই কাজ চালাতে পারবেন। আশা করছি, আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন।
রিটার্ন পূরণ করতে গিয়ে যদি কোন অসুবিধা হয় তাহলে আপনি বিডিট্যাক্স-র কাছ
থেকে সেবা নিতে পারেন। আপনি জেনে আনন্দিত হবেন, এই বছর বিডিট্যাক্স নতুন
অ্যাপ নিয়ে এসেছে। আপনি আপনার মোবাইন ফোন থেকে অ্যাপসটি ডাউনলোড করে
এখনই দরকারি কাগজ আপলোড করে দিতে পারেন। তারপর বিডিট্যাক্স এর দক্ষ টিম
আপনার রিটার্ন তৈরি করে ট্যাক্স সার্কেল-এ দাখিল করে দিবে। এবং আপনি ঘরে
বসেই ট্যাক্স রিটার্নের প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে যাবেন।

জসীম উদ্দিন রাসেল।

By | 2022-08-18T02:02:34+00:00 August 14th, 2022|Income Tax, Tax Filing, Tax return|0 Comments

About the Author:

Leave A Comment

*

Shares
error: Content is protected !!