Notice: Undefined index: action in /var/www/blog-bdtax/wp-content/themes/bdtax-blog/functions.php on line 2
Income tax preparation in Bangladesh | Online tax preparation software

আয়কর রেয়াত পেতে কোথায় বিনিয়োগ করবেন?

/, Tax Rebate, Tax return/আয়কর রেয়াত পেতে কোথায় বিনিয়োগ করবেন?

আয়কর রেয়াত পেতে কোথায় বিনিয়োগ করবেন?

আপনি জানেন কি সঠিকভাবে বিনিয়োগ করলে তার উপর আয়কর রেয়াত পাওয়া যায়? এবং এর ফলে আপনার আয়কর অনেকাংশে হ্রাস পেতে পারে?

তবে এই আয়কর রেয়াত পেতে হলে আপনাকে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক নির্ধারিত কিছু খাতে বিনিয়োগ করতে হবে। এর জন্য চাই সঠিক ট্যাক্স প্ল্যানিং। ট্যাক্স প্ল্যানিং এর ফলে আয়কর একদিকে যেমন হ্রাস পায় তেমনি অন্যদিকে বিনিয়োগের অংক বৃদ্ধি পায়।

কিন্তু সেজন্য আপনাকে জানতে হবে কোথায় কোথায় বিনিয়োগ করলে আপনি তার উপর আয়কর রেয়াত পাবেন।

কোথায় বিনিয়োগ করবেন?

আয়কর আইন ২০২৩-এর ষষ্ঠ তফসিলের অংশ ৩ অনুযায়ী একজন ব্যক্তি করদাতা কোথায় বিনিয়োগ করলে আয়কর রেয়াত পাবেন তার উল্লেখ আছে। সঠিকভাবে না  জানার কারনে অনেকেই আয়কর বেশি দিয়ে থাকেন। আয়কর আইনে সরকার করদাতাদের যে সুবিধা দিয়ে রেখেছে তা জেনে বিনিয়োগ করাই বুদ্ধিমানের কাজ। আপনি মাস শেষে খরচ করে অবশিষ্ট টাকা হয়তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখে দেন। একটা সময় পরে এই টাকা যখন জমে বড় অংক হয় তখন হয়তো স্থায়ী আমানত হিসেবে রেখে দেন। এখানে আপনি বিনিয়োগ ঠিকই করেছেন এবং মাস শেষে বা বছর শেষে একটা রিটার্নও পাচ্ছেন। কিন্তু প্রতিবছর যে আপনি যে আয়কর দিচ্ছেন সেটা কমাতে পারতেন যদি আপনি এই বিনিয়োগকৃত টাকাটা সঠিক খাতে বিনিয়োগ করতে পারতেন।

তাহলে চলুন জেনে নেই কোথায় বিনিয়োগ করলে আপনার আয়কর কমবেঃ

  • পুঁজিবাজারে নিবন্ধিত কোনো শেয়ার, মিউচুয়াল ফান্ড অথবা ডিবেঞ্চার
  • বাংলাদেশ সরকার কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটিজ ৫,০০,০০০ টাকা পর্যন্ত
  • কোন সিডিউল ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানে সর্বোচ্চ বাৎসরিক ১,২০,০০০ টাকা পর্যন্ত ডিপিএস
  • জীবন বীমা প্রিমিয়াম (বাৎসরিক মোট বীমাকৃত অংকের সর্বোচ্চ ১০%)
  • স্বীকৃত প্রভিডেন্ট ফান্ডে কোম্পানি এবং চাকরিজীবী করদাতার কন্ট্রিবিউশন
  • সরকারি কর্মকর্তার প্রভিডেন্ড ফান্ডে কন্ট্রিবিউশন
  • কল্যাণ তহবিল ও গোষ্ঠী বীমা তহবিলে কন্ট্রিবিউশন
  • সুপার অ্যানুয়েশন ফান্ডে কন্ট্রিবিউশন
  • সর্বজনীন পেনশন স্কিম

এতো গেলো নিজের জন্য বা পরিবারের সদস্যদের জন্য ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার বিষয়। কিন্তু এর বাইরে অনেকেই সমাজ সেবামূলক কাজ করে আনন্দ পান। আর্থিক সুবিধার কথা বাদ দিয়ে সমাজের মানুষের উপকার করাটাই তাদের আসল উদ্দেশ্য। জাতীয় রাজস্ব বোর্ড মানুষকে সমাজ সেবামূলক কাজে উৎসাহ দেয়ার জন্য কিছু ক্ষেত্রে আয়কর রেয়াতের সুবিধা দিয়েছেন। আপনি উল্লেখিত সেই সব খাতে অনুদান দিয়ে আয়কর রেয়াত নিতে পারেন।

কোথায় অনুদান দিবেন?

আয়কর আইন ২০২৩-এর ষষ্ঠ তফসিল অংশ ৩ অনুযায়ী কোথায় দান করলে কর রেয়াত পাওয়া যাবে তা এবার নিচে থেকে একে একে জেনে নিন।

  • কোন দাতব্য চিকিৎসালয় যেটা সিটি করপোরেশনের বাইরে অবস্থিত। তবে সেখানে অনুদানকৃত টাকা অবশ্যই সেই চিকিৎসালয় স্থাপনের এক বছর পরে হতে হবে
  • সমাজ কল্যাণ অধিদপ্তর কোনো প্রতিষ্ঠান, যেটা প্রতিবন্ধী মানুষের কল্যাণের জন্য প্রতিষ্ঠিত হয়েছে। তবে এক্ষেত্রেও প্রতিষ্ঠানটি স্থাপনের এক বছর পরে অনুদানকৃত টাকা হতে হবে
  • যাকাত তহবিলে অথবা চাঁদা বা দান হিসেবে যাকাত তহবিল ব্যবস্থাপনা আইন ২০২৩ দ্বারা বা এর অধীন প্রতিষ্ঠিত কোনো দাতব্য তহবিলে পরিশোধিত যেকোনো পরিমাণ অর্থ
  • সরকার কর্তৃক অনুমোদিত জনকল্যাণমূলক বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে অনুদানকৃত টাকা।
  • স্বাধীনতা যুদ্ধ স্মরণে প্রতিষ্ঠিত কোন জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে অনুদান হিসেবে প্রদত্ত যেকোনো পরিমাণের অর্থ
  • জাতির পিতার স্মৃতি সংরক্ষণের জন্য জাতীয় পর্যায়ে কোনো প্রতিষ্ঠানে অনুদানকৃত টাকা
  • আহ্ছানিয়া ক্যান্সার হাসপাতাল, আইসিডিডিআর’বি, সাভারে অবস্থিত সিআরপি এবং এশিয়াটিক সোসাইটি, বাংলাদেশ-এ প্রদত্ত দান

উল্লেখ্য যে আয়কর রেয়াত পেতে হলে অবশ্যই আপনাকে রাজস্ব বোর্ড স্বীকৃত বা অনুমোদিত ফান্ডে বা প্রতিষ্ঠানে অনুদান দিতে হবে। কেবল তখনই আপনি সেই দানকৃত অর্থের উপর আয়কর রেয়াত দাবি করতে পারবেন।

কতো টাকা বিনিয়োগ সুবিধা পাবেন?

আয়কর আইন ২০২৩ অনুসারে আয়কর রেয়াত ধার্য হবে নিম্নের নিয়ম অনুসারে 

১. করযোগ্য আয়ের ৩%

২. রেয়াতযোগ্য বিনিয়োগের ১৫%

৩. ১০ লক্ষ টাকা 

উপরের তিনটির মধ্যে যেটি কম সেটি প্রযোজ্য হবে।

চলুন একটি সাধারণ উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি উপরের আয়কর রেয়াতের সূত্রটি বোঝার চেষ্টা করি।

ধরুন, জনাব সাজ্জাদের বার্ষিক বেতন খাতে আয় ১২,০০,০০০ টাকা। তিনি  অর্থবছরে ১ লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনেছেন এবং ৫০ হাজার টাকা সর্বজনীন পেনশন স্কিমে প্রদান করেছেন।  অফিস থেকে উৎসে কর কর্তন করেছে ১০,০০০ টাকা।  

করযোগ্য আয় হবে = (১২,০০,০০০/৩)*২=৮,০০,০০০ টাকা। ৮,০০,০০০ টাকার উপরে ট্যাক্স আসবে ৪২,৫০০ টাকা। কিন্তু রেয়াত যোগ্য খাতে বিনিয়োগ থাকায় উনার আয়কর রেয়াত হবে –

করযোগ্য আয়ের = ৮,০০,০০০*৩%=২৪,০০০ টাকা 

বা, কররেয়াত যোগ্য বিনিয়োগের ১৫%=১,৫০,০০০*১৫% = ২২,৫০০ টাকা 

বা, ১০ লক্ষ টাকা।

এই তিনটির মধ্যে যেটি কম সেটি। সুতরাং, আয়কর রেয়াত পাবেন ২২,৫০০ টাকা। 

জনাব সাজ্জাদ রিটার্নের সাথে ট্যাক্স দিবেন = (৪২,৫০০-২২,৫০০-১০,০০০)= ১০,০০০ টাকা মাত্র। 

কিন্তু, রেয়াতযোগ্য খাতে বিনিয়োগ না থাকলে ট্যাক্স দিবেন = (৪২,৫০০-১০,০০০)=৩২,৫০০ টাকা।

আয়কর রেয়াত, আয়কর আইনের অন্যতম জটিল একটি বিষয় যা প্রতি বছরেই বাজেটে পরিবর্তন হয়। তাই এই সব কিছু যদি আপনার কাছে জটিল মনে হয় অথবা আপনি চান একজন এক্সপার্ট ট্যাক্স প্ল্যানারের মাধ্যমে নির্ভুল ভাবে আপনার ট্যাক্স প্লানিং করবেন সেক্ষেত্রে bdtax.com.bd এর অভিজ্ঞ ট্যাক্স প্ল্যানারের মাধ্যমে আপনার ট্যাক্স প্লানিং করতে পারেন। ফলে একদিকে আপনার ট্যাক্স যেমন কমে যাবে অন্যদিকে বিনিয়োগের উপর মুনাফাও অর্জন করতে পারবেন। 

জসীম উদ্দিন রাসেল

By | 2024-04-18T09:38:58+00:00 August 14th, 2017|Income Tax, Tax Rebate, Tax return|25 Comments

About the Author:

25 Comments

  1. শরীফ August 24, 2017 at 9:42 am - Reply

    মুদারাবা সন্চয়ের উপর কেন রেয়াত পাওয়া যাবে?

    • Jasim Uddin Rasel September 17, 2017 at 5:55 am - Reply

      মুদারাবা সঞ্চয় যদি savings account হয়ে থাকে তাহলে আয়কর রেয়াত পাবেন না। আর যদি তা DPS হয়ে থাকে তাহলে বাৎসরিক সর্বোচ্চ ৬০,০০০ টাকার উপর রেয়াত পাবেন।

  2. আনোয়ারুল ইসলাম September 21, 2017 at 1:50 pm - Reply

    ডিজিটাল পদ্ততি কিভাবে আমার টিম নম্বর দিয়ে আমার রিটা’ন দেখতে পাব জানালে ভাল হতে

  3. আনোয়ারুল ইসলাম September 21, 2017 at 1:55 pm - Reply

    It’s a good information. Thanks a lot we want more information about your tax return system for gov employee

    • bdtaxblog July 3, 2018 at 8:36 am - Reply

      Thank you to you too. We always try to do something easy for our tax-payers. Please create your account in our system you will find a very easy system to prepare your tax return.

    • bdtaxsupport September 20, 2018 at 6:47 am - Reply

      Thank you so much. For more update please stay with BDTax Facebook page.

  4. শহিদুল্লাহ April 17, 2018 at 7:52 am - Reply

    কোন কোন সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে এব্যাপারে একটু জানতে চাই

    • bdtaxblog September 11, 2018 at 6:33 am - Reply

      সরকার কতৃক অনুমোদিত যে কোন সঞ্চয়পত্রে রেয়াত করতে পাড়বেন। ধন্যবাদ।

  5. Mahedi August 31, 2018 at 3:40 am - Reply

    ব্যাংক লোন থাকলে কি ঐ অর্থ বছরে পরিশোধিত টাকার উপর কোন রেয়াত পাওয়া যাবে জানাবেন প্লিজ?

  6. bdtaxsupport September 20, 2018 at 6:44 am - Reply

    জী,যাবে।

  7. bdtaxsupport September 20, 2018 at 6:46 am - Reply

    আমাদের সিস্টেমে আপনার সঞ্চয়পত্র পরিমাণ (টাকা) প্রদান করুণ, সিস্টেম নিজেই আপনার রেয়াত হিসাব করে নেবে। ধন্যবাদ।

  8. Md. Maksudur Rahman Bhuiyan October 7, 2018 at 3:54 pm - Reply

    Is Mudaraba Savings Bond (MSB) by Islami Bank Bangladesh Ltd. tax rebatable?

    • bdtaxsupport November 4, 2018 at 4:36 am - Reply

      আপনি সিস্টেমে একাঊণ্ট করুণ। সিস্টেমে সব দেওয়া আছে কোনটি ট্যাক্স যোগ্য কোনটি নয়। BDTax.com.bd স্ব-নির্দেশিত সফটওয়্যার এবং এটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে প্রতিটি পদক্ষেপ দেখিয়ে দেবে।

      প্রথমে এই লিঙ্কটি দিয়ে যান এবং BDTax এ আপনার Account খুলুন।
      https://bdtax.com.bd/index.php/user/registration/individual

  9. Md. Keram Hossain October 31, 2018 at 6:23 am - Reply

    আমার প্রভিডিন্টে ফান্ড উত্তোলেোনকৃত টাকা থেকে স্ত্রীর নামে ফ্যামিলি সঞ্চয় পত্র কিনলে আমার রিটার্ন িএর উপর কি কোন রেয়াত পাওয়া যাবে কিনা ?

    • bdtaxsupport November 4, 2018 at 4:51 am - Reply

      স্ত্রীর নামে ফ্যামিলি সঞ্চয় পত্র থাকলে আপনি পাবেন না। সঞ্চয় পত্র আপনার নামে থাকতে হবে। ধন্যবাদ।

  10. bdtaxsupport November 4, 2018 at 4:55 am - Reply

    আপনি সিস্টেমে একাঊণ্ট করুণ। সঞ্চয়পত্রের জায়গায় তথ্য দিলেই আপনার রেয়াতের পরিমাণ হিসাব হয়ে যাবে। এই লিঙ্কটি দিয়ে যান এবং BDTax এ আপনার Account খুলুন।
    https://bdtax.com.bd/index.php/user/registration/individual

  11. Md. Keram Hossain November 26, 2018 at 9:59 am - Reply

    ইনকাম না থাকলে ( চাকুরি না থাকলে) রিটান দাখিল করার পদ্ধতি কি বা দাখিল করতে হবে কি না ?

    • bdtaxsupport March 12, 2019 at 6:30 am - Reply

      আপনার ইনকাম/করযোগ্য আয় না আপনার টিন নম্বর থাকলে আপনাকে রিটার্ন জমা দিতে হবে না। তবে আপনি চাইলে আপনি “শূন্য রিটার্ন” জমা দিতে পারবেন। আপনি আমাদের সিস্টেম ব্যবহার করে আপনার রিটার্ন প্রস্তুত করতে পারবেন। BDTax.com.bd স্ব-নির্দেশিত সফটওয়্যার এবং এটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে প্রতিটি পদক্ষেপগুলো দেখিয়ে দেবে। আপনার কোনো ক্যালকুলেশন করা লাগবেনা এবং ট্যাক্স সম্পর্কে কোন জ্ঞান ও থাকা লাগবেনা, আমাদের সাথে একাউন্ট খুলতে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন,
      ১. প্রথমে এই লিঙ্কটি দিয়ে যান এবং BDTax এ আপনার Account খুলুন। https://bdtax.com.bd/index.php/user/registration/individual
      ২. একাউন্ট খোলার পর একট এক্টিভেসন লিংক আপনার ইমেইল এর ইনবক্স অথবা
      স্প্যাম ফোল্ডার এ পাঠানো হবে। সেখানে গিয়ে আপনার একাউন্টটি আক্টিভেট
      করুন।

      ধন্যবাদ।

  12. kabir January 31, 2019 at 5:40 pm - Reply

    গ্রামীন ব্যাংকে জিপিএস থাকলে কি রেয়াত পাবো। স্ত্রীর নামে ডিপিএসে কি কোন রেওয়াত সুবিধা অাছে? স্ত্রী অামার অায়ের উপর নির্ভরশীল।

    • bdtaxsupport March 12, 2019 at 6:22 am - Reply

      আমাদের ব্লগে বিস্তারিত বর্ণনা করা আছে। ব্লগে উল্লেখিত খাত ব্যতীত অন্য কোথাও বিনিয়োগ করলে আপনি রেয়াত পাবেন না। আপনার স্ত্রীর নাম ডিপিএস করে থাকলেও যেহেতু ইনভেস্ট আপনি করছেন তাই এইক্ষেত্রে আপনি রেয়াত পাবেন। ধন্যবাদ।

  13. osman hassan May 22, 2019 at 4:53 pm - Reply

    সাঞ্চয়পত্রের যৌথ আকাউন্ট এর ক্ষেত্রে কি আয়কর রেয়াত পাওয়া যাবে?

    • bdtaxsupport May 23, 2019 at 4:17 am - Reply

      আপনি যে বছর সঞ্চয় পত্র কিনবেন শুধুমাত্র সে বছর সঞ্চয় পত্র দেখিয়া রেয়াত পেতে পারবেন। যৌথ আকাউন্ট এর ক্ষেত্রে ও আপনি রেয়াত পেতে পারেন। অনলাইন এ রিটার্ন প্রস্তুত করে জমা দিতে যায়নি আমাদের সাথে একাউন্ট খুলতে পারেন।
      BDTax.com.bd স্ব-নির্দেশিত সফটওয়্যার এবং এটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে প্রতিটি পদক্ষেপগুলো দেখিয়ে দেবে। আপনার কোনো ক্যালকুলেশন করা লাগবেনা এবং ট্যাক্স সম্পর্কে কোন জ্ঞান ও থাকা লাগবেনা, আমাদের সাথে একাউন্ট খুলতে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করুন,

      ১. প্রথমে এই লিঙ্কটি দিয়ে যান এবং BDTax এ আপনার Account খুলুন। https://bdtax.com.bd/index.php/user/registration/individual

  14. অভি রায়হান July 12, 2019 at 8:24 pm - Reply

    আমার কোনো আয় নেই!
    কিন্তু টিন আছে!
    আমার কি রিটার্ন দাখিল করতেই হবে?

    ধন্যবাদ ও কৃতজ্ঞতা!!

    • bdtaxsupport July 14, 2019 at 5:02 am - Reply

      টিন থাকলেই রিটার্ন দাখিল করতে হবে এই ধারণাটি ভুল। কিছু কিছু শ্রেণীর লোকদের রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। আপনার যদি কোনো আয় না থেকে থাকে তবে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে না। তবে গত তিন বছরের ভিতরে কোনো এক বছরে আপনার আয় যদি করযোগ্য হয়ে থাকে তবে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে।

Leave A Comment

*


Notice: Undefined offset: 0 in /var/www/blog-bdtax/wp-content/plugins/cardoza-facebook-like-box/cardoza_facebook_like_box.php on line 924
Shares
error: Content is protected !!